‘প্রসেনজিৎ টাকা ঢালতে পারে বলেই …” মিঠুনের পর এবার বুম্বাদাকে নিয়ে বোমা ফাটালেন চিরঞ্জিৎ

টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় প্রসেনজিৎ চ্যাটার্জি ও চিরঞ্জিৎ চক্রবর্তীর রেষারেষির কথা। নব্বইয়ের দশকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একচেটিয়া রাজত্ব করেছেন দুজনা। চিরঞ্জিৎকে সবাই ঠোঁটকাটা বলেই চেনেন। মুখের কথা সবার সামনে বলে দিতে তিনি এক সেকেন্ডও ভাবেন না। আর এবার প্রসেনজিৎ কে নিয়ে আরও একবার বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

এবার প্রসেনজিৎকে নিয়ে কথা বলতে গিয়ে ছবি পরিচালনা নিয়ে কথা বলেন তিনি। চিরঞ্জিৎ বলেন, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রসেনজিৎকে নিয়ে কাজ করছেন ফিনান্সের জন্য। উনি ফিনান্সে পান না, প্রসেনজিৎ তা দিতে পারে। প্রসেনজিৎকে নিয়ে ছবি করার এটাই বর সুবিধা। আমাকে নিয়ে ছবি করলে তো আর সেই সুবিধা নেই। আমি কাউকে ফিনান্স করিনা, সেই কারণে ছবি ফেল হয়ে যায়। এটা খুব শক্ত কাজ।”

তবে এই প্রথম নয় যে চিরঞ্জিৎ প্রসেনজিৎকে বিঁধলেন। এর আগেও বহুবার তিনি একই কাজ করেছেন। শুধু প্রসেনজিৎই নয়, মিঠুনকেও বিঁধেছিলেন তিনি। সম্প্রতি তিনি বারাসাতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই দেবশ্রী রায়কে (Debashree Roy) নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা। আর তার মন্তব্য বেশ হেডলাইন তৈরি করেছে চারিদিকে। বিনোদনের সাথে রাজনীতিকে যেভাবে মিশিয়েছেন তাতে অবাক হয়েছেন অনেকে।

সম্প্রতি দেবশ্রী রায় মন্তব্য করেন চলচ্চিত্র উৎসবে মিঠুনকে (Mithun Chakraborty) আমন্ত্রণ না করার বিষয়ে। দেবশ্রী বলেন, এটা একদমই উচিৎ হয়নি। প্রাক্তন তৃণমূল বিধায়কের থেকে ১৮০ ডিগ্রী ঘুরে আলাদা মত জানিয়েছেন বারাসাতের বর্তমান তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ। প্রথমে দেবশ্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “তাঁর মত সে বলতেই পারে। আমি যতদূর জানি তিনি এখন কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাই মুক্ত মনে তিনি তাঁর কথা বলেছেন।”

নেটিজেনদের বক্তব্য অভিনয় জগতে এখন আর সেরকম সুযোগ পাচ্ছেন না চিরঞ্জিৎ, আর তাই মন দিয়েছেন রাজনৈতিক জীবনে। তাই মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে নিশানা দেগে চিরঞ্জিৎ বলেন, “একটা জিনিস তো থাকবেই। আপনি যদি আমাকে গালাগালি করেন, তবে আমি আমার মেয়ের বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করব না। এখানেও বিষয়টা একই রকম।”

chiranjeet

উল্লেখ্য, কিছুদিন আগে কলকাতায় আয়োজিত হয়েছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে সবার আমন্ত্রণ থাকলেও বাংলা তথা বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম বড় অভিনেতা মিঠুন চক্রবর্তীর আমন্ত্রণ ছিলনা। এই নিয়ে অবশ্য রাজনৈতিক তরজা শুরু হয়।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button