কাঙাল পাকিস্তানের বুকে এল জল, এই দেশ করতে চলেছে বিশাল বড় মাপের আর্থিক সাহায্য

বিরাট সুখবর দুর্ভিক্ষপীড়িত কাঙাল পাকিস্তানের (Pakistan) জন্য। গুরুতর অর্থনৈতিক সংকটে ভিক্ষার পাত্র সারাবিশ্বের সামনে ঘুরলেও মেলেনি কিছুই। যা মিলেছে তাকে ছিটেফোঁটা বলা যায়। এরইমধ্যে খবর আসছে পাকিস্তানের আয়রন ব্রাদার চিন (China) এবার বড় সাহায্য করেছে তাদের।

সংকটের মাঝে চিনের তরফে ২ বিলিয়ন ডলারের সাহায্য এসেছে পাকিস্তানের জন্য। এই সাহায্য পাওয়ার পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রীও সাহায্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন চিনকে। জানা গিয়েছে চিনের সানওয়াক গ্রুপ পাকিস্তানে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে।

এই বিনিয়োগের মাধ্যমে পাকিস্তান সরকারের আশা যে, সেটি কিছুটা হলেও জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সাথে এত বড় বিনিয়োগ এলে খাদ্য সংকট থেকেও কিছুটা রেহাই মিলবে। পাকিস্তানের টেলিকম খাতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পণা করেছে সানওয়াক গ্রুপ।

এই অর্থের বিনিময়ে ১ লাখ কিলোমিটার এলাকায় অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করবে চিন। যদিও অনেক বিশেষজ্ঞ সেই নিয়েও প্রশ্ন তুলেছেন। কারণ ভিক্ষার বাটি হাতে ঘুরে বেড়ানো পাকিস্তানে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে হঠাৎ এত বড় বিনিয়োগের পিছনের আসল কারণ খুঁজে পাচ্ছেন না অনেকে।

ইতিমধ্যেই সানওয়াক গ্রুপের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের আইটি ও টেলিকম মন্ত্রী সৈয়দ আমিনুল হকের সঙ্গে দেখা করেছে। বৈঠকে টেলিকম অবকাঠামো, অপটিক্যাল ফাইবার ক্যাবল এবং RoW খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পাকিস্তানের আইটি মন্ত্রী সৈয়দ আমিনুল হক বলেন, রেলপথ মন্ত্রণালয় ও মহাসড়ক কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলছে তাদের এবং শীঘ্রই প্রকল্পের সমস্ত বাধা দূর করবেন তারা।

1156384 shehbaz sharif pakistan politics

এছাড়া খবর আসছে CPEC সুপারফ্লপ হওয়ার পর CPAC অর্থাৎ China Pakistan Agricultural Corridor সাইন হয়েছে। সেখানে অবশ্য কি চুক্তি হয়েছে তা জানা যায়নি। তবে অনেক জিও পলিটিক্যাল এক্সপার্ট জানান পাঞ্জাবের জমি অধিগ্রহণ করার জন্যই এই চুক্তি। তবে চিনের ২ বিলিয়ন ডলার সাহায্যের কারণে বিরাট সুবিধা হবে পাকিস্তানের। অন্তত বিদেশি মুদ্রার রিজার্ভ অন্তত আরো কিছুদিন চলে যাবে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button