ভারতীয় রেলকে (Indian Railways) দেশের (India) লাইফলাইন বলা হয়। প্রত্যেক দিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন। অনেকেই আছেন যারা কোনওরকম ঝঞ্ঝাট এড়াতে রিজার্ভেশন করিয়ে রাখতে পছন্দ করেন। সিংহভাগ মানুষই এই কাজ করতে ভালোবাসেন। আবার অনেকেই আছেন যারা জেনারেল কামরায় ভিড়ে ঠেসাঠেসি করে যাত্রা করতে ভালোবাসেন। আপনার কোনটা পছন্দ?
যাইহোক, অনেক সময় এমনও দেখা যায় যে কোনওরকম কারণ বশত আমাদের রিজার্ভেশন বাতিল করতে হয়। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, একদম শেষ মুহূর্তে ঘুরতে যাওয়ার প্ল্যান হলে ট্রেনের টিকিট হোক বা বিমানের টিকিট বুক করতে হুড়োহুড়ি পড়ে যায়।
যদিও আজ এই প্রতিবেদনটি শুধুমাত্র ট্রেনের টিকিটকে কেন্দ্র করে রয়েছে। কোনওরকম ঝামেলা এড়াতে বহু মানুষ ঘুরতে যাওয়ার জন্য অনেক আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রাখেন। কিন্তু অনেক সময় এও দেখা গিয়েছে, কিছু কারণের জন্য নির্দিষ্ট দিনে ট্রেনে ওঠা হচ্ছে না, যার ফলে সকলেই তড়িঘড়ি টিকিট বাতিল করার জন্য উঠে পড়ে লেগে যান।
কিন্তু দাঁড়ান, এত তাড়াহুড়ো করারই বা কী আছে? আপনাকে যদি বলা হয় টিকিট বাতিল না করে সেই টিকিটেই আপনি অন্য দিন ভ্রমণ করতে পারবেন তাহলে কেমন হয়? হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন এই প্রতিবেদনটিতে। রেলওয়ের একটি বিশেষ নিয়ম রয়েছে যেটি সম্পর্কে খুব কম মানুষই এমন আছেন যারা জানেন। এই নিয়মের অধীনে আপনি টিকিট বাতিল না করে আপনার সংরক্ষিত টিকিটের তারিখ পরিবর্তন করতে পারেন। এছাড়া ট্রেনের ক্লাসও পরিবর্তন করা যাবে।
IRCTC যাত্রীদের যাত্রা সহজ এবং সুবিধাজনক করার জন্য সমস্ত ধরণের প্রচেষ্টা করে। সময়ে সময়ে নিয়মেও পরিবর্তন আসছে। তেমনই একটি নিয়ম হল যাত্রার দিনক্ষণ বদল। এ জন্য যাত্রীকে ট্রেনের প্রকৃত যাত্রার ৪৮ ঘণ্টা আগে রিজার্ভেশন কাউন্টারে তার টিকিট জমা দিতে হবে। যার পর আপনাকে রিজার্ভেশন কাউন্টারে একটি আবেদন দিতে হবে যে আপনি ভ্রমণের তারিখ পরিবর্তন করতে চান। একই সঙ্গে যাত্রী যদি টিকিটের ক্লাস পরিবর্তন করতে চান, তবে এর জন্য তিনি ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে রিজার্ভেশন কাউন্টার থেকে তার টিকিটের ক্লাসও পরিবর্তন করতে পারবেন। তবে এর জন্য আপনাকে যথেষ্ট বেশি ভাড়া গুণতে হবে।