সরকারি কর্মীদের ৫০% পেনশনের গ্যারান্টি! শীঘ্রই বড় ঘোষণা করতে চলেছে সরকার

বহু রাজ্যে পুরনো পেনশন (Pension) স্কিম ফিরে আসছে। জনগণের দাবীতে ফিরিয়ে আনতেই হচ্ছে পুরনো পেনশন প্রকল্প (Old Pension Scheme)। দেশজুড়ে দাবী উঠছে এই স্কিমটি ফিরিয়ে আনার। এমতাবস্থায় নতুন পেনশন স্কিম (New Pension Scheme) টিকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে কিছু বিশেষ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার।
নতুন পেনশন স্কিম জনপ্রিয় করে তুলতে সরকার কর্মচারীরা যে শেষ পেনশন দিয়েছে তার ৫০% অর্থ দেওয়ার চিন্তাভাবনা করছে। যদিও একাধিক রাজ্যে পুনরায় ওল্ড পেনশন স্কিম লাগু হয়েছে। তবে এবার নিউ পেনশন স্কিমে সামান্য হেরফের করা হবে। সেখানে ওল্ড পেনশন স্কিমের মতোই শেষ বেতনের ৫০% অর্থ দেওয়ার বিষয়ে এই ভাবনাচিন্তা চালানো হচ্ছে।
জানিয়ে রাখি, নতুন পেনশন স্কিমে কর্মচারিরা মোট যে সঞ্চয় করেন তার ৬০% তুলতে পারবেন। এক্ষেত্রে কোনো কর লাগে না, কিন্তু বাকি ৪০% অ্যানুইটিতে বিনিয়োগ করতে হয়। এছাড়া শেষ বেতনের ৩৫% পাওয়া যায় পেনশন হিসেবে। সেটাও আবার বাজারের ওপর নির্ভর করে।
এবার নিয়ম পরিবর্তন করে নয়া পেনশন স্কিমে নিজেদের সঞ্চয়ের ৪১.৭% বেতন তুলতে পারবেন কর্মচারিরা। আর সেইসাথে মাসে শেষ বেতনের ৫০% বেতন দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। যদিও এখনো কোনো কিছু নিয়েই অফিসিয়াল রিপোর্ট দেওয়া হয়নি।
নতুন এবং পুরনো পেনশন স্কিমের মধ্যে কী পার্থক্য রয়েছে : নয়া পেনশন স্কিমে আপনি কত টাকা জমিয়েছেন, কতদিন চাকরি করেছেন এবং কোথায় কি পরিমাণ বিনিয়োগ করেছেন আর সেখান থেকে কত আয় হয়েছে তার ওপর নির্ভর করে নতুন পেনশন স্কিম বানানো হয়েছে। কিন্তু পুরনো স্কিমে শেষ বেতনের ৫০% বেতন দেওয়া হয়।