গোটা দেশের পড়ুয়াদের ৫০ হাজার করে টাকা দেবে কেন্দ্র, সুবিধা নিতে এভাবে করুন আবেদন

দেশের ছাত্রছাত্রীদের পড়াশোনার স্বার্থে কেন্দ্র এর আগেও নানা জনমুখী প্রকল্প নিয়ে হাজির হয়েছে। এবার সরকারের নতুন পদক্ষেপ স্কলারশিপ স্কিম। একেবারে ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন ছাত্রছাত্রীরা। আজকের প্রতিবেদনে আমরা সেই ব্যাপারটাই বিস্তারিতভাবে জানাতে চলেছি আপনাদের।
কারা পাবেন এই স্কলারশিপ : এই স্কলারশিপ তারাই পাবেন যারা বিশেষভাবে সক্ষম। সবাইকে শিক্ষার সমান অধিকার দেওয়ার জন্যই এই স্কলারশিপ নিয়ে এসেছে সরকার।
যোগ্যতা কি স্কলারশিপ পাওয়ার : মোদী সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দেবে এই স্কলারশিপ। ডিগ্রী বা ডিপ্লোমা কোর্সে পাঠরত ছাত্রছাত্রীরাই পাবে এই স্কলারশিপের সুবিধা। বস্তুত সবাইকে উচ্চশিক্ষার প্রতি আকৃষ্ট করতে এই স্কলারশিপ দিচ্ছে সরকার। তবে যোগ্যতা সম্পর্কে পুরোপুরি জানতে নিচের চার্টটি ভালো করে লক্ষ করুণ।
১) আবেদনকারীকে অতি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২) AICTE দ্বারা ইনস্টিটিউটে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সের প্রথম বা দ্বিতীয় বর্ষের পড়ুয়া হতে হবে।
৩) ন্যূনতম ৪০ শতাংশ অক্ষমতার সার্টিফিকেট থাকলে তবেই আবেদন করতে পারেন।
৪) আবেদনকারী শিক্ষার্থীর বার্ষিক আয় হতে হবে ৪ লাখ টাকার মধ্যে। তার বেশি হলে মিলবে না এই অফার।
৫) এছাড়া কোর্স চলাকালীন অন্যান্য সরকারী প্রোগ্রামের অধীনে বৃত্তির আকারে শিক্ষার্থীর কোনও আর্থিক পুরস্কারের প্রাপক হওয়া উচিত নয়।
কত টাকা পাওয়া যাবে : শিক্ষার্থীদের প্রতি বছর ৫০,০০০ টাকা দেবে মোদী সরকার। এর মধ্যে ৩০ হাজার টাকা দেওয়া হবে টিউশন ফি। বাকি ২০,০০০ টাকা শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্যাদি কিনতে দেওয়া হবে।
আবেদন কীভাবে করবেন : মাথায় রাখবেন আবেদন করার শেষ তারিখ অক্টোবর মাসের ৩১ তারিখের মধ্যে। আবেদন করার জন্য নীচে দেওয়া পদ্ধতিগুলো ফলো করুন,
১) এ আবেদন করার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো scholarship.gov.in।
২) এরপর সেখানে New Registration এ ক্লিক করন তাহলেই সেখানে নতুন পেজ খুলবে।
৩) সমস্ত শর্তাবলীতে সম্মত হওয়া বক্সটি নির্বাচন করার পর অপশনে যান ও ক্লিক করুন৷
৪) নিজের মোবাইল নাম্বার দিন অ্যাকাউন্ট তৈরি করতে। নাম্বার দেওয়া হলে সেখানে গিয়ে নিজের OTP দাখিল করুন।
৫) রেজিষ্টেশন সম্পূর্ন হলে আবেদন করার জন্য লগইন করুন।
৬) শেষধাপে “সক্ষম স্কলারশিপ ২০২২” নির্বাচন করুন।