ভ্যাপসা গরম থেকে বাঁচতে সাধারণ মানুষের কাছে ভরসা হল পাখা (Ceiling fan)। আর এই পাখা নিয়েই এবার কিনা কড়া আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)! হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অনেকেই হয়তো জানেন না যে কেন্দ্র সরকার বেশ কিছুদিন ধরেই দেশে নিম্নমানের পণ্যের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। নিম্নমানের প্লাস্টিক পণ্য এবং তারপর চার্জার এবং ইউএসবি কেবলের মতো ইলেকট্রনিক আইটেম নিষিদ্ধ করার পরে, এবার সরকার নিম্নমানের ফ্যানগুলির জন্য কড়া পদক্ষেপ গ্রহনের পথে হাঁটতে চলেছে।
কেন্দ্রীয় সরকার সিলিং ফ্যানের জন্য বাধ্যতামূলক মানের নিয়ম জারি করেছে। বৈদ্যুতিক ফ্যানের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং দ্বিতীয় শ্রেণির ফ্যান আমদানি বন্ধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৯ আগস্ট ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলিং ইলেকট্রিক ফ্যান (কোয়ালিটি কন্ট্রোল) অর্ডার, ২০২৩-এর আওতাধীন আইটেমগুলি ভারতীয় মান ব্যুরো (BSI) চিহ্ন ছাড়া উৎপাদন, বিক্রয়, বাণিজ্য, আমদানি বা সংরক্ষণ করা যাবে না।
বিজ্ঞপ্তি প্রকাশের ছয় মাস পর থেকে এটি কার্যকর হবে। ততদিন পর্যন্ত সিলিং-এর জন্য তৈরি বৈদ্যুতিক ফ্যানের জন্য বিআইএস সার্টিফিকেশন প্রয়োজন হবে না। এদিকে সরকারী নিয়ম অগ্রাহ্য করলে কড়া শাস্তির মুখেও পড়তে হতে পারে ।
আরও পড়ুনঃ ৭ ব্যাঙ্কে দাবিহীন পড়ে ৩৫ হাজার কোটি টাকা! দেশবাসীর হাতে তুলে দেবে RBI, এভাবে পাবেন আপনিও
বিআইএস আইনের বিধান প্রথমবার লঙ্ঘন করলে দুই বছরের জেল বা কমপক্ষে ২ লক্ষ টাকা জরিমানা হতে পারে। যদি সংশ্লিষ্ট ব্যক্তি দ্বিতীয় বা ততোধিক বার বিধান লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হন তবে জরিমানা ন্যূনতম ৫ লক্ষ টাকা এবং আইটেমের মূল্যের ১০ গুণ পর্যন্ত বাড়ানো যেতে পারে। বিজ্ঞপ্তি অনুসারে, দেশীয় ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পের উন্নয়নে মান নিয়ন্ত্রণ আদেশ বাস্তবায়নের সময়সীমার ক্ষেত্রে শিথিলতা দেওয়া হয়েছে।মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১২ মাস পরে এই ব্যবস্থা কার্যকর হবে।