আবারও বাড়তে চলেছে DA, DR! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের সুখবর

কেন্দ্র সরকার তার কর্মীদের জন্য বড় সুখবর শুনিয়েছে। বাজেট পেশের সময়ই কেন্দ্র সরকার জানায় যে এবার ডিএ (Dearness allowance) বাড়তে চলেছে। অর্থাৎ শীঘ্রই মহার্ঘ্য ভাতা বাড়ানো হবে কেন্দ্রে সরকারের তরফে। আর এবার যা রিপোর্ট আসছে তাতে দোলের আগেই সেই বিষয়ে সিলমোহর পড়তে পারে।
যেখানে পশ্চিমবঙ্গ সরকার DA না দেওয়ার জন্য পৌঁছে যায় সুপ্রিম কোর্ট, সেখানে কেন্দ্র সরকারের কর্মীরা ডিএ (DA), ডিআর (DR) এবং বেতন বৃদ্ধির সুবিধা উপভোগ করবেন। কিন্তু ঠিক কত পরিমাণ DA বাড়তে চলেছে? সেটাও জানাচ্ছি চলুন।
অনেক মিটিং মিছিল করার পর মাত্র ৩% DA এর ঘোষণা করেছে রাজ্য সরকার। কেন্দ্র সরকারের ক্ষেত্রে সেই পরিমাণ ৪২%। চলতি বাজেটে মহার্ঘ্যভাতা (DA) ৩৮% থেকে বাড়িয়ে ৪২% করা হয়েছে। মোট ১ কোটিরও বেশি সরকারি কর্মচারিরা এবং পেনশনভোগীরা সুবিধা পাবেন। ১ জানুয়ারি থেকেই লাগু হবে এই বেতন।
গত বছর DA বাড়ানোর ফলে মোট ৩৮% এ পৌঁছায় সেই সংখ্যা। এই নিয়ে ১ বছরে মোট ১১% বেড়েছে মহার্ঘ্যভাতা। ফলে চলতি বছরে মুদ্রাস্ফীতির মতো সমস্যাকে হারাতে খুবই কাজে এসেছে এই DA বৃদ্ধি। এবিষয়ে আপনাদের জানিয়ে রাখি যে, বছরে মোট ২ বার DA এর পরিমাণ বাড়ানো হয়।
প্রসঙ্গত, ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়তে পারে কিছুটা। এবার একলাফে ২.৫৭% পর্যন্ত বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। এক্ষেত্রে আপনি যদি ৪.২ হাজার টাকা গ্রেড পে সহ ১৫০০০ টাকা বেতন পান, তাহলে আপনি নিজের বেতনের ২.৫৭ গুণ, অর্থাৎ ৩৯ হাজার ৮৩৫ টাকা বেতন পাবেন।