প্রায় বছর খানেক ধরে কলকাতার (Kolkata) রাজপথে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা (Employee) প্রাপ্য মহার্ঘ ভাতার (Dearness allowance) দাবিতে আন্দোলন করেই চলেছেন। যদিও, পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) কয়েকমাস আগে ৩ শতাংশ DA বৃদ্ধি করেছিল। যদিও, সেই বর্ধিত DA-তে খুশি নন সরকারি কর্মীরা। বর্তমানে DA মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court Of India)। মামলায় রায় না বেরোনো পর্যন্ত DA নিয়ে কী হতে চলেছে, তা কারও জানা নেই। তবে এর মধ্যেই এল এক সুখবর।
দীর্ঘ ১৩ বছর পর DA মামলায় জয় পেলেন বড়বাজারের এক স্কুল শিক্ষিকা (Teacher)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই নিয়ে মামলা চলছিল। এবার সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছে যে, আগামী চার সপ্তাহের মধ্যে ওই স্কুল শিক্ষিকার সমস্ত বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি কলকাতার জেলা স্কুল পরিদর্শককে তিরস্কারও করেছে হাইকোর্ট। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের মনে, ক্ষমতার অপব্যবহার করেছেন কলকাতার জেলা স্কুল পরিদর্শক।
উল্লেখ্য, ২০১০ সালে বড়বাজারের একটি স্কুলে যোগ দিয়েছিলেন রেখা আগরওয়াল নামের এক স্কুল শিক্ষিকা। ওই স্কুলের সমস্ত শিক্ষক, শিক্ষিকারাই পশ্চিমবঙ্গ সরকারের স্কেল অনুযায়ী DA পেতেন। এরপর রেখাও DA পাওয়ার জন্য আর্জি জানান। কিন্তু মহার্ঘ ভাতা আটকে যায়। শিক্ষা দফতর জানিয়েছিল যে, বয়সসীমা পার করে যাওয়ার পর চাকরিতে যোগ দেন রেখা। এই কারণে তাঁকে DA দেওয়া যাবে না।
আরও পড়ুনঃ ভুলে যান দিঘা-পুরী! সামান্য খরচে ঘুরে আসুন কলকাতার পাশের এই ‘মিনি গোয়া” থেকে, মিলবে স্বর্গসুখ
এরপরই রেখা হাইকোর্টের দরজায় কড়া নাড়েন। হাইকোর্ট এই মামলায় কলকাতার জেলা স্কুল পরিদর্শককে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্দেশ স্বত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রেখার আইনজীবীর। এরপর ফের হাইকোর্টের দ্বারস্থ হয়ে ২০১১ সালে মামলা দায়ের করেন রেখা। এই মামলায় এবার বড় জয় পেলেন তিনি। বিচারপতির নির্দেশে আগামী চার সপ্তাহের মধ্যে রেখার সমস্ত বকেয়া DA মেটাতে হবে রাজ্যকে।