এবার রাস্তায় নয়, আকাশে উড়বে বাস! নতুন যুগের সূচনা হবে ভারতে, প্রস্তুতি নীতিন গড়করির

দেশের সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) মন্ত্রীর আসনে বসার পর থেকেই দেশে অভূতপূর্ব কিছু পরিবর্তন এসেছে। আজ আমরা আপনাদের জানাতে চলেছি নীতিন গড়করির মন্ত্রীত্বকালে তার নেওয়া সেরা ১০ পদক্ষেপ।

১) হাইড্রোজেন চালিত বাস, ট্রেন, ফ্লাইট : নীতিন গড়করি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি দেশে জল থেকে হাইড্রোজেন তৈরি করতে চান। আর সেখান থেকেই ছুটবে ট্রেন, বিমান, বাসের মত সমস্ত গণপরিবহন ব্যবস্থা। এছাড়া সমস্ত কল কারখানাতে হাইড্রোজেন শক্তির উৎস হিসেবে সরবরাহ করতে পারলে সমস্ত রকমের দুষণ থেকেও মুক্তি পাওয়া যাবে।

২) শব্দ দূষণ দূর করতে পরিবর্তন করা হবে হর্ন সিস্টেম : সারাদেশে শব্দ দূষণ কমাতে নীতিন গড়করি এবার দেশের পুরো হর্ন সিস্টেম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার থেকে হর্ন বাজালে সেখান থেকে বাঁশি, তবলা, বেহালা, হারমোনিয়ামের মতো যন্ত্রের শব্দ ব্যবহার করা হবে আর সেই জন্য পরিবহন মন্ত্রণালয় শিগগিরই নিয়ে আসছে নয়া আইন ব্যবস্থা।

৩) বৈদ্যুতিক যানবাহন : ২০৩০ সালের মধ্যে নীতিন গড়করি সারা দেশ থেকে পেট্রোল এবং ডিজেল গাড়িগুলোকে নির্মূল করার পরিকল্পনা করেছেন৷ জ্বালানি চালিত গাড়ির জায়গায় সেখানে ইলেকট্রিক চালিত গাড়ি, বাস, বাইকসহ অন্যান্য যানবাহনের প্রতি উৎসাহিত করা হচ্ছে দেশবাসীকে। এছাড়া গত বৃহস্পতিবারই মুম্বাইতে দেশের প্রথম ডাবল ডেকার ইলেকট্রিক বাস চালু করেন তিনি।

৪) যানজট কমাতে বহুতল রাস্তা নির্মাণ: দেশের যানজট পরিস্থিতি খুবই খারাপ। এই সমস্যার মোকাবিলা করতে নীতিন গড়কড়ি দেশে এবার বহুতল রাস্তা নির্মাণের আদেশ দিয়েছেন। পুনেতে সেই পদ্ধতিতে প্রথমে নীচে রাস্তা, তার উপরে ফ্লাইওভার, এরপর তারও ওপরে আরেকটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। এছাড়া নাগপুরের নীচের রাস্তা তার উপরে ফ্লাইওভার এবং তারও ওপর দিয়ে মেট্রো চলতে শুরু করেছে। একইভাবে চেন্নাইতেও অনেক বহুতল রাস্তা তৈরি হচ্ছে।

৫) টোল ট্যাক্স বুথ বাদ দেওয়া: দেশে প্রথমবারের মতো বিওটি (Built Opearte And Transfer) পদ্ধতিতে টোল ট্যাক্স নিয়ে আসার পর নীতিন গড়করি এখন টোল ট্যাক্স বুথগুলি বাদ দেওয়ার পরিকল্পনা করছেন৷ এবার নয়া প্রযুক্তিতে স্যাটেলাইটের সাহায্যে ক্যামেরা গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোলের টাকা কেটে নেবে।

৬) ইথানলের ব্যবহার বাড়ানো : নীতিন গড়করির সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনাগুলির মধ্যে একটি এই ইথানল ব্লেন্ডিং। ইথানল পেট্রোল এবং ডিজেলের মতোই জ্বালানীরূপে ব্যবহৃত হয়। কিন্তু একইসাথে ইথানলের ব্যবহারে ৩৫ শতাংশ কম কার্বন মনোক্সাইড নির্গত হয় পরিবেশে।

৭) হাইওয়ে নির্মাণে ন্যূনতম গাছ কাটা : কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করির এই প্রকল্পটিও খুব জনপ্রিয়। সাধারণত রাস্তা বা মহাসড়ক তৈরি করতে প্রচুর গাছ কাটতে হতো কিন্তু এখন তা অনেকটা কমেছে। পরিবেশ রক্ষার স্বার্থে গাছ কাটার জায়গায় আরো বেশি করে গাছ রোপন করা হচ্ছে। রাস্তার মাঝে কোনো গাছ থাকলে সেটিকে না কেটে অন্য জায়গায় স্থানান্তর করে দেওয়া হচ্ছে।

৮) রোপওয়ে এবং এয়ার-ফ্লাইং বাস : নীতিন গড়করি এক সাক্ষাৎকারে তার বৃহত্তর পরিকল্পনায় রোপওয়ে এবং এয়ার-ফ্লাইং বাসগুলিকেও অন্তর্ভুক্ত করেন। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, বর্তমানে সারা দেশে ১৩৫টিরও বেশি রোপওয়ে প্রস্তুত করা হচ্ছে। আর সেই সাথে উড়ন্ত বাসের কাজও চলছে বিদ্যুৎ গতিতে।

৯) রাস্তার জন্য উন্নত নেটওয়ার্ক: নীতিন গড়করি বলেন যে, দেশে লেহ, লাদাখ থেকে কন্যাকুমারী পর্যন্ত হয় কোয়ালিটি রাস্তার নেটওয়ার্ক তৈরি করা হবে। সেজন্য তৈরি করা হবে মহাসড়ক। এমনকি সীমান্তের কাছেও তৈরি করা মহাসড়ক, সীমান্তের সড়কগুলি এমনভাবে প্রস্তুত করা হবে যাতে প্রয়োজন পড়লে সেনা নিজের কাজে লাগাতে পারে সেই রাস্তা।

nitin

১০) সড়কে যাত্রীর নিরাপত্তা : শুধু সড়ক নির্মাণই নয়, নীতিন গড়করি সড়ক দুর্ঘটনা রোধের জন্য সড়ক এর ওপর যাত্রী নিরাপত্তা নিয়েও কাজ করছেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button