মাত্র ৯০ হাজার টাকায় বাড়িতে আনুন টাটার এই SUV গাড়ি, বাম্পার অফার দিচ্ছে সংস্থা

দেশের সেরা বিক্রী হওয়া গাড়ির তালিকায় রয়েছে টাটা মোটরসের (Tata Motors) Nexon গাড়িটি। বেশ ধুমধাম করেই বাজারে এই গাড়িটিকে লঞ্চ করে টাটারা (Tata Group)। গাড়িটির দাম শুরু হয় 7.8 লক্ষ থেকে এবং Nexon এর সবচেয়ে ভালো ভ্যারিয়েন্টের দাম 14.35 লক্ষ টাকা। মধ্যবিত্তের প্রিমিয়াম SUV কেনার স্বপ্ন পূরণ করে এই গাড়িটি।
প্রিমিয়াম SUV হওয়ার পাশাপাশি নিরাপত্তার কথাও মাথায় রেখেছে টাটা মোটরস। গাড়িটি ইউরোপিয়ান NCAP টেস্টে 5 Star রেটিং পেয়েছে। ফলে গাড়িটি নিয়ে প্রশ্নচিহ্ন তোলার কোনো জায়গাই নেই। এর সাথে আপনাদের জানিয়ে রাখি, Nexon দুটি ভ্যারিয়েন্টের সাথে বাজারে আসে।
একটি হলো 1.2L 3 সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং অন্যটি একটি 1.5L 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন৷ গাড়িটিতে 6টি ম্যানুয়াল এবং 6টি অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্পও দেওয়া হয়েছে।তবে পেট্রোল এবং ডিজেলের পাশাপাশি ইলেক্ট্রিক ভ্যারিয়েন্টেও পাওয়া যায় এই গাড়িটি।
গাড়িটিতে রয়েছে 7 ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। সুবিধা রয়েছে অ্যান্ড্রয়েড এবং অ্যাপল কারপ্লের, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, বক্স ভয়েস কমান্ড, অটো-কন্ট্রোল, রেইন সেন্সিং ওয়াইপার। এবার এই এত সুবিধাযুক্ত গাড়ি কেনার সময় আপনাকে মোটা অংকের খরচ করতে হয়, কিন্তু আমরা আপনাকে জানাচ্ছি যে গাড়িটি আপনি 90,000 টাকাতেই কিনতে পারেন। কীভাবে? চলুন সেটাও জানাচ্ছি।
আপনাকে মোট 90,000 টাকা ডাউনপেমেন্ট করতে হবে। তাহলেই আপনি এই গাড়িটি নিয়ে যেতে পারেন। আসলে বাকি টাকা আপনাকে ব্যাংক ঋণ হিসেবে দেবে। এবার আপনাকে বছরে মোট 10% সুদ দিতে হবে। আপনি যদি গাড়িটির বেস ভ্যারিয়েন্টও নেন এবং সেটির অন রোড দাম যদি 8.85 লাখ টাকা হয় তাহলে প্রতি মাসে মাত্র 16,000 টাকার EMI (5 বছরের ঋণের ক্ষেত্রে) জমা দিতে হবে।