আমাকে দেশের মানুষ অনেক ভালোবাসে, বয়কট আমার সিনেমায় প্রভাব ফেলবে নাঃ শাহরুখ খান

নেটিজেনরা বলিউডের আসন্ন প্রায় সমস্ত ছবিকেই ক্রমাগত বয়কট করে চলেছেন। শুরুটা হয় ‘লাল সিং চাড্ডা’ এবং ‘রক্ষা বন্ধন’ বয়কট করে। বয়কটের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে। বিভিন্ন অভিনেতাদের পুরনো হিন্দু ধর্ম বিদ্বেষী এবং দেশবিরোধী বক্তব্য কে তুলে এনে এখন বয়কট চলছে সারা দেশ জুড়ে।
মাত্র কয়েকদিন আগেই টুইটারে ট্রেন্ডিং হতে থাকে #BoycottLaalSinghCaddha এবং #BoycottRakshaBandhan। আর সেই ট্রেন্ড এর প্রভাব এতটাই বেশী ছিল যে এরফলে ছবিগুলির বক্স অফিস কালেকশন মাঠে মারা যায়। এমনকি দুই বড় তারকার বিশেষ আবেদনও কোন কাজে আসেনি।
ঠিক এইসময় বলিউড এর বাদশাহ শাহরুখ খানের (Shah Rukh Khan) একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এক সাক্ষাৎকারে দিতে দেখা যাচ্ছে। সাক্ষাৎকারে শাহরুখকে বলতে শোনা যায় যে, ‘ছবি কখনও কখনও ভালো হয়, আবার ছবি যখন ভালো না হয় তখন অজুহাত হিসেবে দেন যে, বয়কটের প্রভাবে এমন হয়েছে। কিন্তু সেই সাক্ষাৎকারে শাহরুখ এটাও স্পষ্ট করে দেন যে, তার সিনেমার ওপর যে এই বয়কটের প্রভাব পড়বে না সেই নিয়ে নিশ্চিন্ত তিনি।
সাক্ষাৎকারে শাহরুখ খান আরও বলেন, ‘আমাকে এই দেশে যে পরিমাণ ভালবাসা দিয়েছে তাতে আমি এটুকু বলতে পারি যে খুব কম লোকই এত ভালবাসা পেয়েছে। আর আজ সেই ভালবাসার ফলে সারা বিশ্বেই সমাদৃত হন তিনি।’ আর এইজন্যই তিনি বিশ্বাস করেন না যে, তার ছবির ওপর বয়কটের প্রভাব পড়বে।
সামনের বছরই মুক্তি পাবে পাঠান। ধীরে ধীরে ছবিটিকে নিয়ে হাইপ বাড়িয়ে তোলা হচ্ছে। জানা যাচ্ছে ছবিটির জন্য নাকি ১০০ কোটি পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ। তবে ছবি মুক্তির আগেই ট্রোলের নিশানায় পড়েছে ‘পাঠান’। টুইটারে ইতিমধ্যেই ছবিটির বিরুদ্ধে বয়কটের স্বর আরো তীব্র হয়েছে। এখন দেখার বক্স অফিসে কেমন পারফর্ম করে এই ছবি।