অনেক সস্তায় LPG, এভাবে বুক করলে গ্যাস সিলিন্ডার মিলবে ২০০ টাকা কমে! রইল পদ্ধতি

এখন মানুষের ঘরে ঘরে রয়েছে এলপিজি (Liquefied petroleum gas) সিলিন্ডার (Gas Cylinder) দেশে খুব কম মানুষই আছেন যারা এখনও অবধি উনুন বা স্টোভে রান্না করেন। এলপিজি গ্যাসের ব্যবহার ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই গ্যাসের মাধ্যমে রান্না করা খুবই সহজ। যদিও গত কয়েক বছরে এলপিজি সিলিন্ডারের দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

একপ্রকার গ্যাস কিনতে গিয়ে ফতুর হয়ে যাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ। কিন্তু আপনি জানেন কি এমন একটি উপায় আছে যার মাধ্যমে আপনি অনেক কম টাকাতে সিলিন্ডার পেয়ে যেতে পারবেন? হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

গ্যাস বুক করার সময় আপনি অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। আপনি যদি অনলাইনে কোনও অ্যাপের সাহায্যে গ্যাস বুক করেন তাহলে তাৎক্ষনিক ডিসকাউন্ট কুপন বা ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। বর্তমান যুগ ডিজিটালের যুগ এবং অনলাইনে অনেক কিছুই করা হয়। এমন পরিস্থিতিতে এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের কাজও অনলাইনে করা যাবে। অনলাইনে সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে, লোকেরা ঘরে বসেই সিলিন্ডার বুক করতে পারে এবং অনলাইন পেমেন্টও করতে পারে। অনলাইনে সিলিন্ডার বুকিংও অনেক সহজ ও সুবিধার।

আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন, তখন অনেক অ্যাপ মানুষকে ডিসকাউন্ট কুপন বা ক্যাশব্যাকও দেয়। এটি ব্যবহার করে মানুষ সিলিন্ডারে ছাড় বা ক্যাশব্যাক পান, যার কারণে মানুষকে সিলিন্ডারের জন্য কম দাম দিতে হয়। যদিও এই ডিসকাউন্টটি এবং ক্যাশব্যাক কতটা পরিমাণের হবে, তা পুরোটাই নির্ভর করবে কোথা থেকে অনলাইনে সিলিন্ডার বুক করা হচ্ছে তার ওপর।

এই অনলাইনে গ্যাস বুকিংয়ের সুবিধাও কিন্তু অনেক রয়েছে। যেমন …

১) অনলাইন বুকিংয়ের জন্য কোনও অতিরিক্ত ফি নেওয়া হবে না।
২) এলপিজি রিফিল বুক করার নিরাপদ এবং সুবিধাজনক উপায়।
৩) গ্যাস এজেন্সিতে যাওয়ার বা প্রতিনিয়ত ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করার কোনও ঝুট ঝামেলা নেই।
৪) গ্যাস সিলিন্ডার যে কোনও সময়, যে কোনও জায়গা থেকে বুক করতে পারবেন আপনি।
৫) সহজ পেমেন্ট পদ্ধতি।
৬) ডেলিভারি ট্র্যাকিং করতে পারবেন।