কৌশানীর গোপন কথা ফাঁস করতে গিয়ে নিজেই ফাঁসলেন বনি! লজ্জায় মাথা হেঁট অভিনেত্রীর

টলিপাড়ার অন্যতম বিখ্যাত জুটি বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। বনির নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে। এর মধ্যে বনিকে বেশ কয়েকবার হাজিরা দিতে হয়েছে গোয়েন্দা সংস্থা ED এর সামনে। কৌশানির নাম অবশ্য সরাসরি জড়ায়নি।

কুন্তল ঘোষের যোগসূত্র থেকেই সমস্ত তথ্য সামনে আসছে। এবিষয়ে জানিয়ে রাখি, তৃণমূল থেকে আবার বহিষ্কার করা হয়েছে কুন্তল ঘোষকে। রাজনৈতিক নেতার দুর্নীতির কারণেই নাকি এমন সিদ্ধান্ত! এদিকে সদ্য প্রাক্তন তৃণমূল নেতার থেকে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা অগ্রিম নিয়ে পুরোপুরি ফেঁসে গিয়েছেন বনি সেনগুপ্ত। কৌশানির আবার নাম জড়িয়েছে বিউটি পার্লারের মালিক সোমার সাথে।

এবিষয়ে জানিয়ে রাখি, কুন্তল ঘোষ আবার প্রোডাকশন হাউসও খুলেছিলেন সিনেমা বানানোর জন্য। এবার ED খতিয়ে দেখছে, নিয়োগ দূর্নীতির টাকা টলিউডে ব্যবহার হচ্ছে কিনা! এবার যদি সেই টাকা টলিউডে ঢুকেছে তাহলে কার কার প্যাকেটে গিয়েছে সেই টাকা? এসবই খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

bonny sengupta and koushani mukherjee maldives vacation 01

সব মিলিয়ে বনির এখন সাড়ে সব্বনাশ! গতকাল আবার ED এর দপ্তর থেকে জেরার পর বেরিয়েই নিজেকে ইন্ডাস্ট্রির ‘Leading Actor ’ বলে দাবী করেছেন। কৌশানীকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি গোবেচারা মুখ করে জানান যে, এই সম্পর্কে কিছুই জানেন না তিনি। তবে এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায় এর অপুর সংসারে দুজনার কথোকথন আবারো মানুষের সামনে ভেসে এসেছে।

শাশ্বত জানতে চেয়েছিলেন, কে বেশি জোরে নাক ডাকে? এতে দুজনে একে অপরের দিকে আঙুল তোলেন। তারই মধ্যে অভিনেতা আবার প্রশ্ন করে বসেন, তারা এই রহস্য জানলেন কীভাবে! বনির উদ্দেশ্যেই এই প্রশ্ন করা হয়। আর তাতেই অভিনেতা বেশ কথা ঘোরানোর চেষ্টা করেন, যেমন বর্তমানে করছেন।

বনি বলেন যে, কৌশানিকে নাকি মেকআপ ভ্যানে ঘুমোতে দেখেছেন অভিনেতা। যদিও এই উত্তরে ক্ষান্ত হননি শাশ্বত। যদিও শাশ্বতর চাপা হাসি বুঝিয়ে দিতে চাইল যে, তারা একসাথেই থাকেন। আর এইসমস্ত গোপন কথা হাতেনাতে ধরে ফেলার কারনে লজ্জায় মুখও ঢাকেন কৌশানী

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button