শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার আমান গুপ্তার স্ত্রীকে চেনেন, সৌন্দর্যে টেক্কা দিতে পারে বলিউডের যেকোনো অভিনেত্রীকে

ভারতে (India) এরকম অনেক রিয়েলিটি শো টেলিভিশনে আসে, যার কারণে প্রতিযোগী তো বটেই,এই শো-এর বিচারকরাও খুব বিখ্যাত হয়ে ওঠেন জন মানসে। কিছুদিন আগেই এমনই একটি শো সম্প্রচারিত হয়েছে সারা দেশ জুড়ে যা খুবই অল্প সময়ের মধ্যে বেশ বিখ্যাত হয়ে উঠেছে। এই শো এর নাম ” শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া।” শুধু তাই না, যত দিন পেরোচ্ছে তত জনপ্রিয়তা বাড়ছে এই শো’ এর। প্রথম সিজনেই লাখ লাখ দর্শকের হৃদয় জিতে নিয়েছে এই শো।

পরিবারের ছেলে থেকে বুড়ো, সবাই এই অনুষ্ঠানটি দেখতে বেশ পছন্দ করে। এমনকি এই শো এর বিচারকরাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে সাধারন মানুষ অনুষ্ঠানের সমস্ত বিচারকদের সম্পর্কে জানতে খুবই আগ্রহী। আসলে এই শো এর বিচারকরা প্রথম থেকে তারকার মত প্রচার পাননি, কিন্তু এই শো এর পর হঠাতই উঠে এসেছেন তারা, তাই তাদের ব্যক্তিগত জীবন, পুরাতন সময়, ছোট থেকে বড় হওয়া সবই মানুষের অত্যন্ত পছন্দের বিষয় হয়ে উঠেছে।

এই জুরি প্যানেলে রয়েছেন ভারতের অন্যতম সেরা কিছু উদ্যোগপতি। এর মধ্যে রয়েছে বোট ইন্ডিয়া-র কো ফাউন্ডার এবং CMO আমন গুপ্তা (Aman Gupta) । BoAt এর তৈরি করা ইয়ারফোন বর্তমানে ভারতে অত্যন্ত বিখ্যাত।

প্রসঙ্গত দিন কয়েক আগেই “শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া” শোয়ের সমস্ত বিচারক তাদের পরিবারের সাথে “দ্য কপিল শর্মা” শোয়ের সেটে পৌঁছেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন গুপ্তার স্ত্রী প্রিয়া ডাগর। শোয়ে প্রিয়া ডাগরকে দেখে হুঁশ উড়ে যায় নেট নাগরিকদের। সৌন্দর্যের নিরিখে বলিউড তারকারাও হার মানাবে তার কাছে এমনটাই মতামত নেটিজেনদের। প্রসঙ্গত, ২০০৮ সালে আমন তার দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া ডাগরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তানও রয়েছে।

5 n4p9.1248

‘দ্য কপিল শর্মা শো’য়ে আমন পত্নীকে দেখার পরপরই তার সম্পর্কে তথ্য জানতে আগ্রহী হয়ে পড়ে নেটিজেনদের একাংশ। জানা যাচ্ছে সিম্বিওসিস ইউনিভার্সিটি থেকে নিজের স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেছেন প্রিয়া। বর্তমানে নেদারল্যান্ডস এর দূতাবাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন তিনি। এছাড়াও তার ইউরোপিয়ান ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি সেন্টারেও কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে প্রিয়ার ছবি দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে তা বলাই বাহুল্য। আমন এবং প্রিয়ার জুটিকে ভক্তরা ইতিমধ্যেই বেশ পছন্দ করছে।