হতে চেয়েছিলেন IAS অফিসার, আজ বলিউডের নামজাদা অভিনেত্রী! চেনেন এই খুদেকে?

অভিনেত্রী ইয়ামি গৌতমকে (Yami Gautam) কে না চেনে। তিনি আজ বলিউডের নামজাদা অভিনেত্রী। কিন্তু জানেন কি যে, ছোট থেকে তার অভিনেত্রী হওয়ার সেরকম কোনো ইচ্ছে থাকেনি। বরং তিনি হতে চেয়েছিলেন আইএএস (Indian Administrative Service) অফিসার। ঘটনাক্রমে জানিয়ে রাখি যে, ইয়ামির বাবা মুকেশ ছিলেন পাঞ্জাবি চলচ্চিত্র পরিচালক।

ছোট থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় থাকলেও গ্ল্যামার দুনিয়া থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। ইচ্ছে ছিল প্রশাসনিক ক্ষেত্রে যাওযার। আর সেজন্য স্কুলের পড়াশোনা শেষ করে স্নাতকস্তরে কলেজে ভর্তি হন আইন পড়বেন বলে। ছোট থেকেই দারুণ ছাত্রী ছিলেন তিনি।

স্কুলের পড়াশোনা শেষ করে আইন নিয়ে পড়া আর তারপর প্রশাসনিক সেবায় যাওয়া, এই ছিল তার লক্ষ্য। কিন্তু ২০বছর বয়সে হঠাতই সিদ্ধান্ত নেন গ্ল্যামার জগতে আসবেন তিনি। অভিনয়কে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিলেও পড়াশোনাতে ঢিল দেননি।

87819386

পরে ডিস্টেন্সে নিজের স্নাতক সম্পূর্ন করেন তিনি। ইয়ামি গৌতম নিজের অভিনয় জীবন শুরু করেন ‘চাঁদ কে পার চলো সে’ ধারাবাহিকের মাধ্যমে। এরপর সুযোগ আসে বলিউডি সিনেমাতে অভিনয় করার। ২০১২ সালে আয়ুষ্মান খুরানার সাথে ‘ভিকি ডোনার’ ছবিতে কাজ করেন তিনি।

196002986 481692709557558 3140306647940743597 n
এরপর কাবিল, অ্যাকশন জ্যাকসন, সানাম রে, বালা এর মতো ছবিতে কাজ করেন ইয়ামি। ২০২১ সালে তিনি বিয়ে করেন আদিত্য ধরকে। এখন বেশ জাকিয়ে বসেছেন বলিউডে। উরি, কাবিল এর মতো সিনেমায় তাবড় তাবড় অভিনেতাদের সাথেও স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button