হার্দিকের বিকল্প পেয়ে গেল BCCI, টিম ইন্ডিয়ায় জুড়ছে খতরনাক অলরাউন্ডার! ভয়ে কাঁপবে বিপক্ষ

এখনও চোট থেকে সেরে উঠতে পারেননি হার্দিক পান্ডিয়া (Hardik pandya)। তিনি কবে মাঠে নামতে পারবেন সে ব্যাপারে রয়েছে সংশয়। ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিপক্ষে তাঁর প্রথম ওভারে বোলিং করতে গিয়ে চোট পেয়েছিলেন। উঠে গিয়েছিলেন মাঠ থেকে। পরে আর ওই ম্যাচে একেবারেই খেলতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। এখন জানা যাচ্ছে যে আরও অন্তত দুটি ম্যাচ মিস করতে পারেন হার্দিক। প্রাপ্ত খবর অনুযায়ী, লিগামেন্টে চোট রয়েছে। চোট থেকে সম্পূর্ণ সেরে উঠতে প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে তাঁর। এই সময়কালে রয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। হার্দিক খেলতে না পারলে তাঁর জায়গায় প্রথম একাদশে কে জায়গা পেতে পারেন সে ব্যাপারে চলছে জল্পনা।

   

এই পরিস্থিতিতে উঠে আসছে অক্ষর প্যাটেলের (Axar Patel) নাম যিনি আগে এই বিশ্বকাপ স্কোয়াডের অংশ ছিলেন কিন্তু এশিয়া কাপে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। অক্ষর এখন ফিট। টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও খেলছেন তিনি। পাঞ্জাবের বিপক্ষে গুজরাটের হয়ে ২৭ বলে ৫২ রান করেছেন সম্প্রতি। ব্যাটের পাশাপাশি বল হাতেও রয়েছেন ছন্দে। এমন পরিস্থিতিতে হার্দিকের চোট ঠিক না হলে বোর্ড কিছু সময়ের জন্য অক্ষর প্যাটেলকে দলে আনতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিতিন প্যাটেলের নেতৃত্বাধীন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) মেডিক্যাল টিম হার্দিককে দেখভাল করছে। তবে সর্বশেষ আপডেট অনুযায়ী, যতটা ভাবা হয়েছিল তার তুলনায় চোট বেশি গুরুতর। এর আগে বলা হয়েছিল, ২৯ অক্টোবর লখনউতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক। কিন্তু সেটা সম্ভবত হচ্ছে না। জানা যাচ্ছে, হার্দিকের গ্রেড ওয়ান লিগামেন্ট টিয়ার রয়েছে। ঠিক হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগতে পারে। চোট পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত তিনি মাঠে নামতে পারবেন না।

hardik pandya injury

টিম ম্যানেজমেন্ট মেডিকেল টিমের সঙ্গে কথা বলেছে। হার্দিককে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এই মুহূর্তে হার্দিকের জায়গায় কোনও বদলি আনতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ড, ২ নভেম্বর শ্রীলঙ্কা, ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও আগামী ১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ভারত।