ধর্মশালার স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলার জন্য জোরদার প্রস্তুতি করছে টিম ইন্ডিয়া (India national cricket team)। আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের (New Zealand) বিপক্ষে বিশ্বকাপের পরবর্তী ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের এই ম্যাচ জেতাটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। টিম ইন্ডিয়া যদি এই ম্যাচটি জিততে পারে, তাহলে সেমিফাইনালে ওঠার পথ আরও একটু সহজ হয়ে যেতে পারে দলের জন্য। এদিকে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের (Board of Control for Cricket in India) সিদ্ধান্তে বাড়ি ফিরে যাবেন ভারতীয় ক্রিকেটাররা। সেই খেলোয়াড়রা আবার কবে দলের সঙ্গে যোগ দেবেন সে ব্যাপারে কিছু জানা যাচ্ছে না।
আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের পরবর্তী ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ২২ অক্টোবরের পর টিম ইন্ডিয়ার পরবর্তী বিশ্বকাপ ম্যাচ হবে ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে। এই দুই ম্যাচের মধ্যে এক সপ্তাহ সময় আছে। এমন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টে উপস্থিত অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছেন, দলের সব খেলোয়াড়ই বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে আসতে পারেন। আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের এই জরুরি ম্যাচে দলের সঙ্গে থাকছেন না ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া।
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বোলিং করতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। চোটের কারণে বাংলাদেশ ম্যাচে আর বোলিংও করতে পারেননি টিম ইন্ডিয়ার এই তারকা খেলোয়াড়। শোনা যাচ্ছে, হার্দিক দলের সঙ্গে পুনে থেকে ধর্মশালায় যাননি। হয়তো সরাসরি লখনউতে জাতীয় শিবিরে যোগ দেবেন।
২০২৩ বিশ্বকাপে এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলে চারটিতেই জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। এবারের বিশ্বকাপে ভারতের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডও টুর্নামেন্টে এখনও অপরাজিত রয়েছে ও সব ম্যাচ জিতেছে। বলা বাহুল্য, সেমিফাইনালে যাওয়ার পথ আরও মসৃণ করতে নিউজিল্যান্ডকে হারাতেই হবে রোহিতদের।