অস্ট্রেলিয়ার (Australia) বিপক্ষে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের সিরিজে চোট পাওয়া ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) পাওয়া যাবে না বলে ধরে নেওয়া হচ্ছে। চলতি ২০২৩ বিশ্বকাপের সময় পাণ্ডিয়ার গোড়ালির লিগামেন্টে চোট লেগেছিল। এই চোট থেকে সেরে উঠতে তাঁর আরও সময় দরকার। বিশ্বকাপের সেমিফাইনালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হবে। আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ে ভারতীয় দলের সেমিফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিকেট মহলের একাংশের অনুমান, আগামী ১০ ডিসেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই হার্দিক ফিট হয়ে যাবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের (Board of Control for Cricket in India) এক কর্মকর্তা সংবাদ সংস্থায় বলেন, ‘হার্দিকের ফিটনেস ফিরে পেতে এবং বাছাইয়ের জন্য উপলব্ধ হওয়ার জন্য কিছুটা সময় আছে। দক্ষিণ আফ্রিকা সফরে ডারবানে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি। তার আগেই রিকভারির কাজ শেষ করবেন তিনি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিএর স্পোর্টস সায়েন্স টিম।’
জানা গিয়েছে, টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব অথবা এশিয়ান গেমসের সোনাজয়ী অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিতে পারেন। সূর্যকুমার ওয়ানডে বিশ্বকাপে খেলছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটসম্যানকে সীমিত ওভারের উভয় ফরম্যাটেই বিশেষজ্ঞ হিসেবে দেখা হয়। একই সঙ্গে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং বিশ্বকাপে খেলা ফাস্ট বোলারদের টেস্ট সিরিজের জন্য সতেজ করতে হবে। এমন পরিস্থিতিতে সূর্যকুমার নিজে যদি বিশ্রাম না চান, তাহলে দলের নেতৃত্ব দেওয়ার দাবিদার হবেন তিনি। যদি তা না হয় তবে ঋতুরাজ এই কাজের জন্য সেরা পছন্দ হতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আইপিএল অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের জন্য অর্শদীপ সিং, আভেশ খান, মুকেশ কুমারের মতো খেলোয়াড়দের বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দলে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন, ইশান কিষাণ ও যুজবেন্দ্র সিংও। অক্ষর প্যাটেল যদি চোট থেকে সেরে উঠতে পারেন, তবে তিনি দলে যোগ দেবেন কারণ বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্র জাদেজা দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিশ্রাম পাওয়ার সম্ভাবনা রয়েছে।