ফের মুখোমুখি BCCI-PCB, এবার পাকিস্তানকে আরও একটি ঝটকা দিতে চলেছে ভারত! ঘুম উড়ল পড়শির

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই (Board of Control for Cricket in India) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) পিসিবির মধ্যে আবারও চাপানউতোর শুরু হয়েছে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। পাকিস্তানকে আয়োজন করতে প্রস্তুত এই টুর্নামেন্ট। এমন পরিস্থিতিতে আইসিসির এই টুর্নামেন্ট খেলতে ভারতীয় দল (India national cricket team) পাকিস্তান (Pakistan) সফরে যাবে কি না, তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

   

pakistan india rohit babar

বছরের পর বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক মত পার্থক্যের কারণে এই দুই দেশের ক্রিকেট দল একে অপরের দেশে ক্রিকেট খেলতে যায় না। গত কয়েক বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক টুর্নামেন্ট হয়নি, তবে এই দুটি দল অবশ্যই আইসিসি টুর্নামেন্টগুলিতে মুখোমুখি হচ্ছে।

সদ্য সমাপ্ত এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ভারত পাকিস্তানে যাওয়ার ব্যাপারে বেঁকে বসেছিল। যার ফলে এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কার কাছে হস্তান্তর করা হয় এবং ভারতের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়েছিল, ভারতে হতে চলা বিশ্বকাপে অংশ নিতে তাদের দল ভারতে আসবে না। মুখে বললেও বাস্তবে অবশ্য এমনটা হয়নি।

bcci jay shah 1xe

বিশ্বকাপ ২০২৩ খেলার জন্য ভারতে এসেছে পাকিস্তান। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির পালা। আইসিসি নিশ্চিত করেছে যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, টিম ইন্ডিয়া কি পাকিস্তান সফরে যাবে? সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, ২০২৩ সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপের সেরা সাত দল আয়োজক পাকিস্তানের সঙ্গে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে।