বর্তমানে উৎসবের মরশুমের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপেও মজেছে আপামর দেশবাসী। এবার বিশ্বকাপ ভারতে (India)। আর নিজের দেশে বিশ্বকাপে একদম অপ্রতিরোধ্য দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে (India national cricket team)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে পরপর হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিস্কার করে নিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে এর মধ্যে ভাবাচ্ছে টিম ইন্ডিয়ার সবথেকে নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট। বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় পায়ে চোট পান ভারতীয় অলরাউন্ডার। এরপর তিনি মাঠ থেকে উঠে যান। চোট না সেরে ওঠায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে আর মাঠে দেখা যায়নি। হার্দিককে বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর গোড়ালির স্ক্যানের রিপোর্ট খতিয়ে দেখে মেডিক্যাল টিম। মনে করা হচ্ছিল যে, একটি ইনজেকশন দিলেই ঠিক হয়ে যাবে।
তবে তিনি সুস্থ না হয়ে ওঠায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সুযোগ পাননি। তাঁর বদলে এবারের বিশ্বকাপে প্রথমবার সুযোগ পান সূর্যকুমার যাদব। যদিও, সুযোগ পেয়েও তিনি দাঁত ফোঁটাতে পারেননি। ব্যাক্তিগত ২ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এছাড়াও হার্দিক পান্ডিয়ার চোটের কারণে ওই ম্যাচে এবারের বিশ্বকাপে প্রথমবার সুযোগ পান মহম্মদ শামিও। আর প্রথমবার সুযোগ পেয়েই তিনি জ্বলে ওঠেন। অর্ধেক নিউজিল্যান্ড দলকে তিনি একাই আউট করেন। যার জেরে ম্যান অফ দ্য ম্যাচ সম্মানও পান তিনি।
এবার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) চোট নিয়ে মুখ খুলল বিসিসিআই (Board of Control for Cricket in India)। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন যে, আগামী ২৯ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া খেলতে পারবেন কী না। বোর্ড সূত্র অনুযায়ী, হার্দিকের চোট খুব গুরুতর নয়। শীঘ্রই তাঁকে মাঠে দেখা যাবে। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ফের বল, ব্যাট হাতে মাঠে নিজের ক্যারিশমা দেখাবেন।