বিশ্বকাপে এই প্লেয়ারকে সুযোগ না দিয়ে চরম পস্তাবে BCCI, ভুলের মাশুল গুনবে টিম ইন্ডিয়া

গতকাল মঙ্গলবার আগামী বিশ্বকাপের (Cricket World Cup) জন্য বহু প্রতীক্ষিত টিম ইন্ডিয়ার (India national cricket team) ঘোষণা করেছে বিসিসিআই (Board of Control for Cricket in India)। বলে দিই যে, অক্টোবর মাস থেকে ভারতের মাটিতে এবারের বিশ্বকাপ শুরু হতে চলেছে। ভারত শেষবার বিশ্বকাপ আয়োজন করেছিল ২০১১ সালে। আর সেবার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপের শিরোপা অর্জন করে। ১২ বছর আগে ঘটে যাওয়া সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায় ভারতও। আর সেই কারণে জোর কদমে প্রস্তুতিও চলছে।

১৪০ কোটির দেশ ভারতবর্ষ। আর দেশের প্রতিটা মানুষের আশাই হল ভারত এবারও বিশ্বকাপ জিতুক। বলে দিই যে, মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর বা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখনো পর্যন্ত ভারত কোনও ICC ট্রফি জেতেনি। অনেক টুর্নামেন্টের ফাইনাল খেললেও কোহলি বা রোহিত শর্মা কারও কপালে একটাও ICC ট্রফি জেতার সুযোগ হয়নি। তবে এবার হবে, এমনই আশা গোটা দেশবাসীর।

আপনারা হয়ত সবাই জানেন যে, এবারের বিশ্বকাপে কাদের কাদের দলে সুযোগ দেওয়া হয়েছে, তাও একবার স্মরণ করার জন্য ঝালিয়ে নেওয়া যাক। যেই ১৫ জনকে এবার দলে নেওয়া হয়েছে, তাঁরা হলেন … রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল, বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।

কিন্তু এদের মধ্যে একজন প্রতিভাবান প্লেয়ারকে সুযোগ না দেওয়ার মাশুল গুনতে হবে টিম ইন্ডিয়াকে। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বলে দিই, এখানে যেই প্লেয়ারের কথা বলা হচ্ছে, তাঁকে অনেকেই দ্য গ্রেট ফিনিশার মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করে থাকেন। তিনি আর কেউ নন, তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সের মেরুদণ্ড রিঙ্কু সিং (RInku SIngh)।

rinku singh bcci

কিছুদিন আগেই রিঙ্কুকে প্রথমবার ভারতীয় জার্সি গায়ে মাঠে খেলতে দেখা যায়। রিঙ্কু সেবার জসপ্রীত বুমরার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। এবং তিনি শুধু মাঠেই নামেন নি, বরঞ্চ নিজের খেলা, দক্ষতা দেখিয়ে সবার মন জয় করে নিয়েছিলে। কিন্তু হায় রে কপাল! এশিয়া কাপে তো তাঁর জায়গা হয়ইনি, এবার বিশ্বকাপ থেকেও বাদ গেল সে।

অনেকের মতেই, রিঙ্কু সিংকে দলে জায়গা না দিয়ে নিজের পায়ে কুড়ুল মারল BCCI। অনেক ক্রিকেট ভক্তই BCCI, জয় শাহ, রোহিতদের উপর রিঙ্কুকে দলে না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে আছেন। এখন দেখার বিষয় এটাই যে, রিঙ্কুকে ঠিক কতদিন দলের বাইরে রাখে জয় শাহরা।