সদ্য এশিয়া কাপ (Asia Cup) শেষ হয়েছে। প্রত্যাশিত ভাবে ভারত (India) এশিয়া কাপ জয় করেছে। শ্রীলঙ্কাকে ফাইনালে গুঁড়িয়ে দিয়ে অষ্টমবার এশিয়া কাপের শিরোপা ধারণ করেছেন টিম ইন্ডিয়া (India national cricket team)। তবে, শুধু শ্রীলঙ্কা বলে ভুল হবে, এশিয়া কাপে ভারতের সামনে যারাই পড়েছে, তাদেরই নাজেহাল অবস্থা হয়েছে। তবে, চাঁদে কলঙ্কের মতো বাংলাদেশের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চকে মাঠে নামিয়ে হারের মুখে পড়তে হয় রোহিত শর্মাদের। যদিও সেই হারের বিস্বাদ ফাইনালে ৫০ রানে শ্রীলঙ্কাকে বান্ডিল করে মিটিয়ে দিয়েছে।
ভারতের সামনে এখন লক্ষ্য বিশ্বকাপ। তবে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। আগামী সপ্তাহ থেকেই এই সিরিজ শুরু হচ্ছে। বিশ্বকাপের আগে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ ভারতীয় দলকে আরও দক্ষ করে তুলবে বলে মত বিশেষজ্ঞদের। তবে, এই ম্যাচে দু’একজন নামি প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হতে পারে। বিশেষ করে জাসপ্রীত বুমরাহকে।
কিন্তু এই অস্ট্রেলিয়ার সিরিজের আগে ভারতীয় দলে এমন একজন প্লেয়ার যুক্ত হয়েছেন, যিনি নিজের দক্ষতার জন্য ক্রিকেট বিশ্বে বিখ্যাত। তবে তিনি আট মাস দলের বাইরে ছিলেন, আচমকাই তাঁর কপাল খুলে যায়। আমরা এখানে কথা বলছি ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar)।
বলে দিই, সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় অক্ষর প্যাটেল চোট পেয়েছিলেন। তাঁর চোট সারতে কিছুটা সময় লাগবে। আর তাঁর এই চোটের কারণে তড়িঘড়ি ভারতীয় দলে বদল আনা হয়। তাড়াতাড়ি সুন্দরকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়, আর তাঁকে ফাইনালে প্রথম একাদশেও খেলানো হয়। কিন্তু ব্যাট বা বল কিছু করারই সুযোগ পাননি তিনি। এবার মনে করা হচ্ছে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর দলে সুযোগ পাওয়া পাক্কা। তবে দেখা যাক বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়।