নাক কাটা গেল BCCI-র, বিশ্বকাপ নিয়ে লজ্জায় মুখ ঢাকছে জয় শাহরা! চারিদিকে নিন্দার ঝড়

দক্ষিণ আফ্রিকা (South Africa) বনাম নেদারল্যান্ডসের (Netherlands) মধ্যকার আইসিসি ওয়ানডে বিশ্বকাপের (Cricket World Cup) ম্যাচটি মঙ্গলবার ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ধর্মশালায় ওয়ানডে বিশ্বকাপের এটি তৃতীয় ম্যাচ। ম্যাচের জন্য এইচপিসিএ’র পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, তবে আবহাওয়ার পরিবর্তিত মেজাজও উভয় দল সহ এইচপিসিএ’র উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

   

আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল যে, মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। দু’দিন আগে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ পর্যন্ত থাকলেও এখনও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৫২ শতাংশ পর্যন্ত। ম্যাচ শেষ করা সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে। তবে ম্যাচ শুরু হচ্ছে একটু দেরিতে। তবে এইচপিসিএ-র দাবি, বৃষ্টির ফলে উইকেটে খুব একটা প্রভাব পড়বে না।

বৃষ্টি থেমে গেলেই হাইটেক ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে ১৫ মিনিটের মধ্যে মাঠে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে বলে দাবি করেছিলেন ম্যাচ আয়োজকরা। কিন্তু বাস্তবে অন্য ছবি বলে কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে যে আউট ফিল্ডের অবস্থা খুবই খারাপ। কারও কারও আশঙ্কা, যতটা ভাবা হয়েছিল মাঠের অবস্থা তার থেকেও খারাপ হয়ে রয়েছে। কী করে হল, তাও আবার আইসিসির সেরা ইভেন্ট বিশ্বকাপে?

dharamshala

স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে প্রথম ম্যাচ থেকেই বিরোধ চলে আসছে। দুই দলই এ নিয়ে উদ্বিগ্ন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাবুমা আউটফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সাবধানে ডাইভ দেওয়ার কৌশল তৈরির কথা বলেছেন। সেই সঙ্গে আগ্রাসী ভাবে খেলার কথাও বলেছেন তিনি। সোমবার স্টেডিয়ামের আউটফিল্ড ও পিচ পরিদর্শনে আইসিসি র একটি দল মাঠে পৌঁছায়। উপস্থিত ছিলেন আইসিসির চিফ কিউরেটর অ্যান্ডি এন্টকিনসন, আম্পায়ার সাইমন এবং ম্যাচ রেফারি।