বর্তমানে এশিয়া কাপে (Asia Cup) দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে টিম ইন্ডিয়া (India national cricket team)। বিসিসিআইও (Board of Control for Cricket in India) ভারতীয় প্লেয়ারদের খেলা দেখে সন্তুষ্ট। এশিয়া কাপের প্রথম ম্যাচে ব্যাটারদের খারাপ প্রদর্শন ভাবিয়েছিল সবাইকে। কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকেই কামব্যাক করে ভারত। এরপর সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে হেলায় উড়িয়ে দেয় ভারতীয় ব্যাটার ও বোলাররা। যদিও শ্রীলঙ্কার ম্যাচে ব্যাটারদের খামতি ধরা পড়েছিল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলায় ভারতের মিডিল অর্ডারে ধ্বস নামে। এবং মাত্র ২১৩ রানেই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। কিন্তু বোলারদের দুর্দান্ত পারফরমেন্স এর কারণে ম্যাচে ফিরে আসে ভারত। ৪১ রানে লঙ্কানদের হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করে। এবার আজ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে খেলা হচ্ছে, এই ম্যাচে যে জিতবে সে ভারতের বিরুদ্ধে ফাইনালের টিকিট পাবে। ম্যাচ বাতিল হলে শ্রীলঙ্কার পোয়াবারো। সহজেই পেয়ে যাবে ফাইনালের টিকিট।
তবে, এরই মধ্যে ভারতীয় দল এবং বিসিসিআইকে ভাবাচ্ছে এক প্লেয়ার। কিছুদিন আগেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিসিআই। ওই ১৫ সদস্যের সবাইই এশিয়া কাপে খেলছে। আর তাদের মধ্যে একজন এবার BCCI-র মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে। সেই প্লেয়ার হলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বলে দিই, প্রায় ছয় মাস পর চোট সারিয়ে দলে ফিরেছেন আইয়ার। আর এরই মধ্যে ফের চোট পেয়ে এশিয়া কাপে অনিশ্চিত হয়ে গিয়েছেন তিনি।
জেহেরু শ্রেয়সের নাম বিশ্বকাপের স্কোয়াডে রয়েছে, তাই এখন নির্বাচকরা তাঁর পরিবর্তনের কথা ভাবছেন। আইয়ারের পরিবর্তে অন্য প্লেয়ারকে নেওয়া হলে যে আইয়ারের কেরিয়ারে ইতি পড়বে, সেটা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় ঠিক কতদিনে আইয়ার চোট সারিয়ে আবারও মাঠে ফিরতে পারেন, তা দেখার বিষয়। আর চোট না সারাতে পারলে BCCI ও বিকল্প পথ খুঁজবে।