পান্ডিয়ার পর ফের ঝটকা টিম ইন্ডিয়ায়, ফাইনালের আগে চোটগ্রস্ত স্টার প্লেয়ার! নজর রাখছে BCCI

চলতি বিশ্বকাপে (Cricket World Cup) টিম ইন্ডিয়া (India national cricket team) এখনও পর্যন্ত তাদের খেলা সমস্ত ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। কিন্তু তাতেও স্বস্তি নেই। ভারতীয় শিবিরের ওপর আবারও আশঙ্কার মেঘ জমতে শুরু করেছে। টিম ইন্ডিয়ায় আবারও চোট শঙ্কা। এই টুর্নামেন্ট চলাকালীন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন অনেক আগেই। এবার ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে আরও ম্যাচ জয়ী খেলোয়াড় টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন বলে অনেকের অনুমান।

   

hardik pandya injury

নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অপরাজিত ৮০ রান করা শুভমান গিল (Shubman Gill) ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট অনুভব করেছিলেন। যার ফলে ম্যাচের আগেই উঠে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। ক্রিকেট মহলে গুঞ্জন, শুভমান গিলের হ্যামস্ট্রিং ইনজুরি বর্তমানে বিসিসিআই-এর (Board of Control for Cricket in India) বিশেষ দল পর্যবেক্ষণ করছে। খুব দ্রুত যদি শুভমান গিল ইনজুরি থেকে সেরে উঠতে না পারেন, তাহলে তাঁকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে যদি শুভমান গিল ২০২৩ বিশ্বকাপের ফাইনালের প্রথম একাদশ থেকে বাদ পড়েন, তাহলে ইশান কিষাণকে তাঁর জায়গায় প্রথম একাদশে দেখা যেতে পারে। ইশান কিষাণ এই বিশ্বকাপে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন। ওপেনিং করতে নেমে দলের হয়ে মোট ৪৭ রান করেন তিনি।

shubman gill cramp

সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলবে ভারত। এই বিশ্বকাপ ম্যাচ জিতে ১২ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাইবে টিম ইন্ডিয়া।