রাতারাতি বড় পরিবর্তন! কোহলির পছন্দের বাংলার এই প্লেয়ারকে টিম ইন্ডিয়ায় জায়গা দিল BCCI

বর্তমানে সবাই এশিয়া কাপের (Asia Cup) জ্বরে কাবু। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের মাটিতে এশিয়া কাপের ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল (India national cricket team)। এই ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে আশঙ্কার খবর হল, আবহাওয়াবীদরা জানাচ্ছেন যে, এই ম্যাচে ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর মানে এই যে, এশিয়া কাপের বাকি ম্যাচগুলির মতো এটিও বৃষ্টিতে পণ্ড হয়ে যেতে পারে। আর ম্যাচ পণ্ড হলে দুই দলের মধ্যে শিরোপা ভাগ হয়ে যাবে।

তবে, এশিয়া কাপের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিল বিসিসিআই (Board of Control for Cricket in India)। রাতারাতি টিম ইন্ডিয়াতে (India national cricket team) বড় বদল আনলেন জয় শাহরা (Jay Shah)। বিরাট কোহলির পছন্দের প্লেয়ারকে দলে সুযোগ দিয়ে বড় চমক দিল BCCI। তবে, এই দল পরিবর্তন এশিয়া কাপে হয়নি। এই পরিবর্তন ঘটেছে চিনে হতে চলা এশিয়ান গেমসে। বিসিসিআই এই টুর্নামেন্টের জন্য বাংলার ফাস্ট বোলার আকাশ দীপকে দলে জায়গা দিয়েছে। চোটগ্রস্ত শিভম মাভির কারণেই এই পরিবর্তন বলে জানা গিয়েছে। বলে দিই, আকাশ দীপ IPL-র বিরাট কোহলির (Virat Kohli) দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন।

১৯তম এশিয়ান গেমসের জন্য টিম ইন্ডিয়া: ঋতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেট রক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, আরশদীপ সিং , মুকেশ কুমার, শিবম দুবে, প্রভসিমরান সিং (উইকেটরক্ষক) এবং আকাশ দীপ। স্ট্যান্ডবাই: যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা এবং সাই সুদর্শন।

এছাড়াও, বিসিসিআই এশিয়া কাপের দলেও পরিবর্তন এনেছে। বাংলাদেশের ম্যাচে চোট পেয়ে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল। বিসিসিআই-র তরফ থেকে তাঁর বদলে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছে।