হার্দিক নয়, এর কাছে যাবে টিম ইন্ডিয়ার রাশ! BCCI খুঁজে পেল ভারতের আগামী অধিনায়ক

টিম ইন্ডিয়ার (India national cricket team) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) তার অধিনায়কত্বের মাধ্যমে দেশের জন্য নিয়ে এসেছেন একাধিক গৌরবের মুহূর্ত। সদ্য জিতেছেন এশিয়া কাপ। এছাড়াও তাঁর ব্যক্তিগত কেরিয়ারে রয়েছে অজস্র রেকর্ড। কিন্তু রোহিতের বয়স ধীরে ধীরে চিন্তার কারণ হয়ে উঠছে। খুব তাড়াতাড়ি হয়তো অধিনায়কের পদ থেকে নিজেকে সরিয়ে নেবেন হিটম্যান। সম্প্রতি পাওয়া গিয়েছে এমন ইঙ্গিত। রোহিতের উত্তরসূরি সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে।

   

রোহিত শর্মা অধিনায়ক হিসেবে কতটা সফল তা নিয়ে কোনও প্রশ্ন নেই। রোহিত শর্মা তাঁর অধিনায়কত্বে দু’বার এশিয়া কাপ জিতেছেন এবং এর পাশাপাশি তিনি এই বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে রেখেছে জয়ের সরণিতে। পাকিস্তানকে পরাজিত করার মাধ্যমে বিশ্বকাপ ২০২৩ এ জয়ের হ্যাটট্রিক করেছে টিম ভারত। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারে রোহিত শর্মা এবং সেই সঙ্গে নিজের উত্তরসূরিও খুঁজে পেয়েছেন তিনি।

টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএল রাহুল সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন, টিম ইন্ডিয়ার হয়ে অনেক দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাঁর ইনিংসে ভর করে বিশ্বকাপের ম্যাচ জিতেছে ভারত। লোকেশ রাহুলের এই ইনিংসগুলি দেখার পরে অনেকে মনে করছেন যে তাঁর মধ্যে রয়েছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুণাবলী। এই বিষয়টি মাথায় রেখে টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক রোহিত শর্মা সাজিয়ে তুলছেন লোকেশ রাহুলকে। ইতিপূর্বে একাধিকবার দলের নেতৃত্বও তাঁর হাতে তুলে দিয়েছেন রোহিত। রোহিত শর্মার তত্ত্বাবধানে কেএল রাহুল ভাল অধিনায়কত্ব করেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন। রাহুল জাতীয় দলের জন্য খুব ভাল পারফর্ম করেছেন। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে কেএল রাহুল একাধিকবার টিম ইন্ডিয়ার নেতৃত্ব নিয়েছেন এবং জয় ছিনিয়ে এনে দিয়েছেন।

kl rahul

এ ছাড়া আইপিএলে খেলার সময় অধিনায়ক হিসেবে বহুবার নিজের দল পাঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসকে প্লে অফে নিয়ে গিয়েছেন তিনি। এই রেকর্ডমা থায় রেখে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন, কেএল রাহুলকে এবার টিম ইন্ডিয়ার অধিনায়ক করা উচিৎ।