২০২৩ সালের বিশ্বকাপের জন্য সব দলই তাদের প্রস্তুতি শুরু করেছে। বিসিসিআইও (Board of Control for Cricket in India) ভারতীয় দল (India national cricket team) সাজানোর জন্য প্লেয়ারদের উপর কড়া নজর রাখছে। এদিকে এশিয়া কাপের (Asia Cup) মতো বড় টুর্নামেন্ট খেলছে ভারত-পাকিস্তান দল (India – Pakistan)। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্যাচটি ডারবানে ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়। এই ম্যাচে অস্ট্রেলিয়া টিম (Australian Men’s Cricket Team) দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে দেয়। দলের জয়ের নায়ক ছিলেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান খেলোয়াড়। অভিষেক ম্যাচেই সবার নজর কেড়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলবেন ভারতের এই ‘ছেলে’: সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া দল। এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২২৭ রানের লক্ষ্য দেয়। এরপর মাত্র ১১৫ রানে অলআউট হয়ে যায় আফ্রিকান দল। অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেন তানভীর সংঘ (Tanveer Sangha)। বলে দিই, পাঞ্জাবের সাথে তানভীর সংঘের খুব বিশেষ সম্পর্ক রয়েছে।
কে এই তরুণ খেলোয়াড় তানভীর সংঘ?: ২১ বছর বয়সী তানভীর অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন। তবে তানভীরের বাবা যোগা সংঘ ভারতের নাগরিক। তিনি পাঞ্জাবের রহিমপুর গ্রামের বাসিন্দা। তাই ভারতের সাথে তানভীরের গভীর সম্পর্ক রয়েছে। আপনাদের বলে দিই যে, তানভীরের বাবা ১৯৯৭ সালে ভারত ছেড়েছিলেন, তারপর থেকে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। তানভীর সংঘ মাঝে মধ্যেই ভারতে আসেন।
অভিষেক ম্যাচে নিজের আগ্রাসী মনোভাব দেখিয়েছেন তানভীরঃ অস্ট্রেলিয়া দলের অনেক খেলোয়াড় বর্তমানে ইনজুরিতে রয়েছেন। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অভিষেকের সুযোগ পান তানভীর। এই সুযোগ কাজে লাগিয়ে চার ওভারে মাত্র ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তিনি এইডেন মার্করাম, ডিওয়াল্ড ব্রুইস, ট্রিস্টান স্টাবস এবং মার্কো জনসনের মতো খেলোয়াড়দের তার শিকারে পরিণত করেছিলেন। আপনাদের জানিয়ে রাখি, তানভীরকে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে খেলতে দেখা যাবে। বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ১৮ সদস্যের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।