এশিয়া কাপ (Asia Cup) শেষ হতে না হতেই টিম ইন্ডিয়া (India national cricket team) প্রস্তুত পরবর্তী সিরিজ খেলার জন্য। এবার অস্ট্রেলিয়া ভারতে আসছে, তাদের সঙ্গেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে এই সিরিজ। তাঁর আগে দলে কারা থাকবেন জানিয়ে দিয়েছে বিসিসিআই (Board of Control for Cricket in India)। এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে প্রথম দুই ম্যাচে কেএল রাহুলকে অধিনায়কত্ব করতে দেখা যাবে। কারণ প্রথম দুই ম্যাচে রোহিত শর্মা খেলবেন না। তৃতীয় ম্যাচে হিটম্যানের প্রত্যাবর্তন হবে।
ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ২২ সেপ্টেম্বর থেকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হবে। সিরিজের প্রথম ম্যাচ মোহালিতে আর দ্বিতীয় ম্যাচ ২৪ সেপ্টেম্বর ইন্দোরে হবে। তৃতীয় ওয়ানডে ২৭ সেপ্টেম্বর সৌরাষ্ট্রে হবে। বলে দিই, বিশ্বকাপ শুরুর আগে এটা ভারতীয় টিমের জন্য প্রশিক্ষণ সিরিজ হতে চলেছে। তাই, বিশ্বকাপের দলে থাকা সমস্ত সদস্যকেই এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। এই সিরিজের পরই ভারত একবারে বিশ্বকাপ খেলতে নামবে।
ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলিকে (Virat Kohli) প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। আর তাঁর অবর্তমানে তৃতীয় পজিশনে কোন প্লেয়ার খেলবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এরইর মধ্যে বিসিসিআই জানিয়ে দিয়েছে যে, তিলক বর্মাকে প্রথম দুই ওয়ানডেতে সুযোগ দেওয়া হবে। এবং তাঁকেই হয়ত তিন নম্বরে বিরাট কোহলির জায়গায় নামানো হবে।
প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দলঃ কেএল রাহুল (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, তিলক ভার্মা, প্রসিদ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর।
Coming 🆙 next 👉 #INDvAUS
Here are the #TeamIndia squads for the IDFC First Bank three-match ODI series against Australia 🙌 pic.twitter.com/Jl7bLEz2tK
— BCCI (@BCCI) September 18, 2023
তৃতীয় ম্যাচের জন্য ভারতীয় দলঃ রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঈশান কিষাণ কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল (ফিটনেসের পর), রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।