ফাইনালে হেরে বোধোদয়, অবশেষে প্রয়োজন পড়ল রিঙ্কু সিং-র! বড় ঘোষণা BCCI-র

আলিগড় শহরের রত্ন রিঙ্কু সিং (Rinku Singh) ভারতীয় ক্রিকেট দলের (India national cricket team) মূল স্কোয়াডে নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার (Australia) বিপক্ষে পাঁচ ম্যাচের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁর নাম স্কোয়াডে জায়গা করে নিয়েছে। রিঙ্কু সিংকে জাতীয় দলে খেলানোর দাবি অনেক দিনের। সম্প্রতি খেলেছিলেন চীনে আয়োজিত এশিয়ান গেমসে। পদক এনেছিলেন ভারতের জন্য। এবার সুযোগ পেলেন দেশের মূল দলে।

   

rinku singh bcci

বিশাখাপত্তনম (২৩ নভেম্বর), তিরুবনন্তপুরম (২৬ নভেম্বর), গুয়াহাটি (২৮ নভেম্বর), রায়পুর (১ নভেম্বর) ও বেঙ্গালুরুতে (৩ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সোমবার বিসিসিআই (Board of Control for Cricket in India) সচিব জয় শাহ (Jay Shah) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন, যার মধ্যে রিঙ্কু সিংও রয়েছেন। এখন অনেকেই হয়তো জানেন যে, রিঙ্কুর বাবা খানচাঁদ গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে শিরোনামে উঠে এসেছিলেন রিঙ্কু। পাঁচ ছক্কার নায়কাকে কেন্দ্র করে এখন অনেক প্রত্যাশা।

সম্প্রতি চীনে এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করার সময় রিঙ্কু দেশের জন্য স্বর্ণ পদক জিতেছিলেন। চলতি বছরের আগস্ট মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অংশ ছিলেন রিঙ্কু। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দারুণ ব্যাট করেন সিক্সার কিং রিঙ্কু সিং। ২১ বলে ৩৮ রান করেছিলেন তিনি।

ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজের সূচি:

প্রথম টি-টোয়েন্টি: ২৩ নভেম্বর (বিশাখাপত্তনম)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৬ নভেম্বর (তিরুবনন্তপুরম)
তৃতীয় টি-টোয়েন্টি- ২৮ নভেম্বর (গুয়াহাটি)
১ ডিসেম্বর নাগপুরে চতুর্থ টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল।
আগামী ৩ ডিসেম্বর হায়দরাবাদে পঞ্চম টি-টোয়েন্টি হওয়ার কথা।

rinku singh india team

ভারতীয় স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড় (সহ-অধিনায়ক), ইশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আভেশ খান, মুকেশ কুমার।