চলতি ওয়ানডে বিশ্বকাপে (Cricket World Cup) দারুণ পারফর্ম করছে টিম ইন্ডিয়া (India national cricket team)। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটিও পরাজয়ের মুখোমুখি হয়নি দল। এই সবকিছুর মধ্যেই এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই (Board of Control for Cricket in India)। BCCI এক ক্রিকেটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ক্রিকেটারের বিরুদ্ধে বিভিন্ন বয়স ভাঁড়ানোর বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগ প্রমাণিত হওয়ার ফলে অভিযুক্ত ক্রিকেটার দুই বছরের জন্য বিসিসিআইয়ের কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না বলে খবর পাওয়া গিয়েছে। জন্ম তারিখ নিয়ে ভুয়ো তথ্য জমা দেওয়ার অভিযোগে জম্মু ও কাশ্মীর ক্রিকেটার বংশজ শর্মাকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই)। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেকেসিএ) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, জম্মুর ক্রিকেটার বংশজ শর্মাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। দুই বছরের সময়কালের মধ্যে তিনি বিসিসিআইয়ের কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।
২৭ অক্টোবর থেকে বংশজ শর্মার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে। দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়ার দলে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে কোনো পর্যায়ে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না তিনি। এই সময়ের মধ্যে কোনও বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না বংশজ শর্মা। প্রকৃত বয়স অনুযায়ী দুই বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর তিনি কেবল পুরুষদের সিনিয়র বিভাগের বিসিসিআই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।
ক্রীড়াবিদদের বয়সের কারসাজি ভারতীয় ক্রীড়াক্ষেত্রে একটি বড় সমস্যা এবং বিসিসিআই সহ বেশ কয়েকটি জাতীয় ক্রীড়া ফেডারেশন সম্প্রতি এই জাতীয় ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।