দোরগোড়ায় বিশ্বকাপ, আর তার আগে উদ্বেগজনক খবর দিল খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)। শরীর খারাপ, তাই টিম ইন্ডিয়া (india national cricket team) থেকে বাদ পড়লেন ফর্মে থাকা বিধ্বংসী ব্যাটসম্যান। বুধবার বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এই খবর।
ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে থেকে এমনিতেও ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে চাপা উৎকণ্ঠা ছিল। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে প্রায় অর্ধেক খেলোয়াড়কে পাননি অধিনায়ক রোহিত শর্মা। মাত্র তেরোজন ক্রিকেটারের মধ্যে থেকে তাকে বেছে নিতে হয়েছে প্রথম একাদশ। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট নিয়ামক বোর্ডের এই খবর।
পর্যাপ্ত খেলোয়াড়ের অভাবে স্থানীয় চার ক্রিকেটারকে ডেকে নিয়েছিল BCCI। লোকাল চার ক্রিকেটারদের এদিনের ম্যাচে মাঠে জল বয়ে নিয়ে যাওয়া, ড্রেসিংরুমে বার্তা পাঠানোর কাজ দেওয়া হয়েছে। ম্যাচের একদিন আগে রোহিত জানিয়েছিলেন, স্কোয়াডের সব খেলোয়াড় এই ম্যাচে উপস্থিত থাকবেন না এবং এমন পরিস্থিতিতে মাত্র ১৩ জন খেলোয়াড় বাছাইয়ের জন্য উপলব্ধ থাকবেন।
টসের পর পরই বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয় যে অসুস্থতার কারণে ইশান কিষাণকে দলে নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে স্থানীয় চার ক্রিকেটার ধর্মেন্দ্র জাদেজা, প্রিয়রাক মানকাড, বিশ্বরাজ জাদেজা এবং হারভিক দেশাই দলকে সাহায্য করার জন্য রাখা হয়েছে।
UPDATE: Ishan Kishan was unavailable for selection for the 3rd ODI due to an illness.
Additionally, four local state players – Dharmendra Jadeja, Prerak Mankad, Vishwaraj Jadeja and Harvik Desai will support the team for drinks and fielding throughout the match.#TeamIndia |…
— BCCI (@BCCI) September 27, 2023
টসের পর রোহিত শর্মা জানান, বিরতির সঙ্গে সঙ্গে মানসিকভাবে সতেজ হয়ে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলি ও কুলদীপ যাদব এই ম্যাচে ফিরছেন। এ ছাড়া প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় অগ্রাধিকার পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের পাশাপাশি পেস আক্রমণ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাকে।