২০২৩ বিশ্বকাপে (Cricket World Cup) এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার (India national cricket team) পারফরম্যান্স অসাধারণ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এদিকে বিসিসিআইয়ের (Board of Control for Cricket in India) সূত্রের কথা বলে কিছু জায়গায় লেখা হয়েছে, ২০২৩ বিশ্বকাপ স্কোয়াডে উপস্থিত এই ভারতীয় খেলোয়াড়ের ক্রিকেট কেরিয়ার পুরোপুরি শেষ করার কথা ভাবছেন টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)! অজিত আগরকর এই ভারতীয় ক্রিকেটারকে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিতে চান বলে অনেকে মনে করছেন।
টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) পুরো বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। এরপর টিম ইন্ডিয়ার হয়ে কোনো ম্যাচেই প্লেয়িং ১১-এ যোগ দেওয়ার সুযোগ পাননি তিনি। তাঁর জায়গায় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ রাহুল দ্রাবিড়, যারা টিম ম্যানেজমেন্টে আছেন, তারা স্পিনার হিসেবে কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজাকে দলে সুযোগ দিচ্ছেন। এই সব কিছুর পরিপ্রেক্ষিতে অজিত আগরকর সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি রবিচন্দ্রন অশ্বিনকে ওয়ানডে ক্রিকেট খেলার জন্য আর নাকি দলে অন্তর্ভুক্ত করবেন না।
রবিচন্দ্রন অশ্বিন ২০১০ সালে একদিনের ক্রিকেট ফরম্যাটে ভারতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন। এরপর ২০১১ বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার হয়ে খেলেন তিনি। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পিছনে রবিচন্দ্রন অশ্বিনের বড় ভূমিকা ছিল।
কিন্তু ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পরাজয়ের পর থেকে রবিচন্দ্রন অশ্বিন টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটে মাত্র কয়েকবার সুযোগ পেয়েছেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে অশ্বিন ভারতের হয়ে মাত্র ৬টি ওয়ানডে খেলেছেন।