‘যন্তর জিনিস একটা, ওঁর থেকে বড় পাল্টিবাজ নেই”, সব্যসাচীকে নিয়ে বড় তথ্য ফাঁস করলেন বিপ্লব চ্যাটার্জী

বাংলা ইন্ডাস্ট্রির দুই বর্ষীয়ান এবং উজ্জ্বল নক্ষত্র হলেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) এবং বিপ্লব চ্যাটার্জী (Biplab Chatterjee)। দুজনেই নিজগুণে আলাদা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন। একজন পজিটিভ চরিত্রে বাজিমাত করেছেন তো অপরজন আবার টলি পাড়ার নামীদামী খলনায়ক। তবে সম্প্রতি কি দুজনের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হয়েছে!

আসলে টলিপাড়ার অন্যতম শ্রেষ্ঠ খলনায়ক সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রীতিমত তোপ দেগেছেন ‘ফেলুদা’ সব্যসাচীকে। অভিনেতাকে ‘পাল্টিবাজ’, ‘যন্তর জিনিস’এর মতো তকমাও দিয়েছেন তিনি। কী এমন হল এই দুই বর্ষীয়ান অভিনেতার মধ্যে? আজকের প্রতিবেদনে সেটাই জেনে নিই চলুন।

প্রসঙ্গত, কিছুদিন আগে সব্যসাচী জানিয়েছিলেন যে, তিনি এবার অবসর নিতে চান। যদিও পরবর্তী সময়ে তিনি জানান যে, সেটা নাকি তার নিজের কথা ছিলনা। পাশাপাশি অভিনেতা এটাও বলেন যে, কোনও পরিচালক যদি তার মধ্যেকার অভিনয়ের খিদেটা আবার জাগিয়ে তুলতে পারেন তিনি নিশ্চয়ই রুপোলি পর্দায় ফিরবেন।

এদিকে বিপ্লব চ্যাটার্জী আবার স্পষ্টবক্তা হিসেবেই বিশেষ পরিচিত। ইন্ডাস্ট্রির মানুষ জানেন যে, তিনি আবার মুখে এক বাইরে এক রকম কথা বলতে পারেননা। এমনকি অনুরাগীরাও তার এই ঠোঁটকাটা স্বভাব সম্পর্কে অবগত। তার এই স্বভাবের জন্য এর আগেও একাধিক সময়ে একাধিক কারণে বিড়ম্বনার শিকার হয়েছেন তিনি।

কখনও বলেছেন লীনা গঙ্গোপাধ্যায়কে গুলি করা উচিত, কখনও আবার বলেছেন টলি অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের শিক্ষার অভাব রয়েছে। আর সাম্প্রতিক সাক্ষাৎকারে তো সোজা ফেলুদাকেই নিশানা করে বসলেন। একেবারে হিপোক্রেট বলে আক্রমণ করেছেন সব্যসাচীকে। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘পাল্টিবাজ’।

2 12

এখানেই শেষ নয়, টলিপাড়ার খলনায়ক আরো বলেন, ‘ও একটা যন্তর জিনিস’। এর সাথে দুটি ঘটনাও উল্লেখ করেন তিনি। এছাড়াও বিপ্লবের মতে, পর্দায় যত অভিনেতাই ‘ফেলুদা’র চরিত্রে অভিনয় করুক না কেন তিনি কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া আর কাউকে ‘ফেলুদা’র চরিত্রে ভাবতেই পারেননা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button