মধুর প্রতিশোধ! বউকে নিয়ে পালায় যুবক, পাল্টা সেই যুবকের স্ত্রীকে বিয়ে করে বদলা নিলেন ব্যক্তি

বিহারের (Bihar) খাগরিয়ায় আজব প্রেমের আশ্চর্য কাহিনি শোনা ও দেখা গিয়েছে। এই অনন্য গল্পে দুই বিবাহিত মহিলা একে অপরের স্বামীর প্রেমে পড়েছিলেন। আর প্রেম এতটাই গভীর যে, দুজনে বিয়েও করে ফেলেন। এক দম্পতি বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। দুই স্বামীই তার সদ্য বিবাহিতা স্ত্রীর শিশুদেরও দত্তক নিয়েছেন।
পুরো বিষয়টি দুই পরিবারের। চৌথাম থানা এলাকার হরদিয়া গ্রামের নীরজ কুমার সিং ২০০৯ সালে পসরাহা গ্রামের রুবি দেবীকে বিয়ে করেছিলেন। নীরজের ৪টি সন্তান রয়েছে। এদিকে, রুবি দেবী তার পৈতৃক গ্রাম পাসরাহার মুকেশ কুমার সিং নামে এক যুবকের প্রেমে পড়েন। মুকেশও বিবাহিত ছিলেন। প্রসঙ্গত, মুকেশের স্ত্রীর নামও রুবি দেবী।
এদিকে, গত বছর অর্থাৎ ৬ ফেব্রুয়ারি, ২০২২-এ নীরজের স্ত্রী রুবি দেবী তার প্রেমিক মুকেশ কুমার সিংয়ের সাথে পালিয়ে যান। সঙ্গে দুই ছেলে ও এক মেয়েকেও নিয়ে যান। এবং দুজনেই বিয়ে করেন। তবে নীরজ সিংয়ের কাছে একটি মেয়ে রেখে গিয়েছিলেন তিনি। এরপর নীরজ নিঃসঙ্গ হয়ে পড়েন। অন্যদিকে মুকেশের স্ত্রী রুবি দেবীও একা থাকতে শুরু করেন।
এই ধারাবাহিকতায় নীরজ রুবি দেবীর (মুকেশের স্ত্রী) ফোন নম্বর পান। এরপর নীরজ কুমার সিং এবং রুবি দেবীর মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। এরপর দুজনের মধ্যে প্রেম ফুটে ওঠে। আর কী! চলতি মাসের ১১ তারিখে বাড়ি থেকে পালিয়ে যায় নীরজ ও রুবি দেবী। ১৮ ফেব্রুয়ারি আদালতে বিয়ে হয় দুজনের। মুকেশের দুই সন্তানকেই দত্তক নেন নীরজ।