বছর ঘুরলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (higher secondary exam)। ইতিমধ্যে উত্তেজনায় টগবগ করে ফুটছে পরীক্ষার্থীরা (Students)। কারণ এটি জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। প্রথম হোক বা দ্বিতীয়, একটা চাপা উৎকণ্ঠা তো সকলের মধ্যেই কাজ করে। আপনার সন্তানও কি সামনের বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে? তাহলে তার জন্য রইল একটি জরুরি খবর।
আর এই জরুরি খবর হল পরীক্ষার রেজিস্ট্রেশন সংক্রান্ত। সকল পড়ুয়ার মাথায় এখন একটাই জিনিস ঘুরছে, আর তা হল ভালো ফল করতে হবে। ভালো ফল করে ভালো কলেজে ভর্তি হতে হবে। এর জন্য পড়ুয়ারা ইতিমধ্যে জোরকদমে পড়াশোনা অবধি করতে শুরু করে দিয়েছে। যদিও এরই মাঝে প্রকাশ্যে এল আরও বড় খবর যা পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক সকলের জেনে রাখা জরুরি বৈকি।
জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের দিনক্ষণ নিয়ে বড় সিদ্ধান্তের পথে হেঁটেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার আবহে উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে এই মর্মে একটি বিজ্ঞপ্তি অবধি জারি করা হয়েছে সংসদের তরফ থেকে।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার, ২ নভেম্বর পর্যন্ত করা যাবে রেজিস্ট্রেশন। তবে কোনও বাড়তি লেট ফি দিতে হবে না পড়ুয়াদের। তবে এর জন্য পরীক্ষার ফি জমা দিতে হবে সময়ের মধ্যেই। তা না হলে পরীক্ষার্থীদের দিতে হবে জরিমানা। শুধু তাই নয়, কোনও পড়ুয়ারা ৩ থেকে ১০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে সেক্ষেত্রে জরিমানা গুণতে হবে পড়ুয়াদের বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে সংসদ। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার নম্বর এবার বাধ্যতামূলক। নাম নিবন্ধিত করার সময় আধার না দিলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।
উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুরু হবে ১৬ নভেম্বর থেকে এবং চলবে ২৯ ফেব্রুয়ারি অবধি। কোন দিন কোন পরীক্ষা দেখে নিন তালিকা…
১) ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি।
২) ১৭ ফেব্রুয়ারি (শনিবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার – ভোকেশনাল সাবজেক্ট।
৩) ১৯ ফেব্রুয়ারি (সোমবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা), অল্টারনেটিভ ইংলিশ।
৪) ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার): অর্থনীতি।
৫) ২১ ফেব্রুয়ারি (বুধবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
৬) ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিস্যুয়াল আর্টস।
৭) ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার): কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিয়োলজি।
৮) ২৪ ফেব্রুয়ারি (শনিবার): কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফরাসি।
৯) ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস।
১০) ২৮ ফেব্রুয়ারি (বুধবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স।
১১) ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।