দেশে অনেক ধরনের প্রকল্প চলছে, যার মাধ্যমে দরিদ্র শ্রেণী ও অভাবী মানুষদের সহায়তা প্রদান করা হয়। যেমন রেশন কার্ড (Ration Card)। এই রেশন কার্ডের সঙ্গে সাধারণ দরিদ্র ঘরের মানুষজনের জীবন ওতপ্রোভাবে জড়িয়ে রয়েছে। এই রেশন কার্ড ছাড়া কিছু শ্রেণির মানুষের জীবন একপ্রকার অচল। এই রেশন কার্ডধারীরা প্রতি মাসে সস্তা দামে রেশন দোকান থেকে গম এবং চালের মতো জিনিস পান।
একই সঙ্গে করোনা মহামারির সময় থেকেই সরকার দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কর্মসূচি শুরু করে, যা এখনও অবধি চলছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে রেশন সুবিধা পাওয়া যায়। আপনিও যদি বিনামূল্যে রেশনের সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল এক অত্যন্ত জরুরি খবর। এই রেশন কার্ড বিশেষ করে যারা বিনামূল্যে রেশন পেয়ে থাকেন তাঁদের জন্য বিরাট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। যে সম্পর্কে আপনারও জেনে রাখা জরুরি।
সম্প্রতি ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমিয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েছে সরকার। এবার বিনামূল্যে রেশন প্রদান করা নিয়েও দরিদ্র মানুষের মুখে হাসি ফোঁটা চলেছে কেন্দ্র বলে খবর। আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এক চমকে দেওয়ার মতো খবর। এতদিন যাদের কাছে AAY, PHH, SPHH এর মতো বিপিএল কার্ড রয়েছে তাঁরা বিনামূল্যে রেশন থেকে চাল, ডাল, তেল, গম, ছোলা, আটা, তেল পাচ্ছিলেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের কিছু মানুষ যাদের কাছে RKSY-I এবং RKSY-II কার্ড রয়েছে তাঁরা বিনামূল্যে রেশন পেয়ে থাকেন।
খাদ্য দফতরের তরফে বলা হয়েছে, এই বিনামূল্যে রেশন দেওয়ার সময়সীমা কেন্দ্রের তরফে বাড়িয়ে আরও ৩ মাস করা হয়েছে যথাক্রমে। অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর মাস অবধি মানুষ বিনামূল্যে রেশন পেয়ে যাবেন।