হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কবে ছুটছে মেট্রো? বড় সুখবর শোনাল রেল! খুশি শহরবাসী

নিত্যদিন যাত্রীদের যাত্রা কীভাবে আরও সহজ করা যায় সেই নিয়ে  ভেবেই চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। কলকাতা মেট্রো পরিষেবা ভারতের প্রাচীনতম এবং প্রথম মেট্রো পরিষেবা, যা ১৯৮৪ সালে শুরু হয়েছিল। বহু ওঠা পড়ার সাক্ষী থেকেছে এই মেট্রো। এদিকে যত সময় এগিয়েছে যাত্রী পরিষেবার ওপর নজর দিয়ে একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে মেট্রো। প্রথমে শিয়ালদহ-সল্টলেক, দ্বিতীয়  রুবি-গড়িয়া, তৃতীয় জোকা তারাতলা এবং এবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর দিকে নজর রয়েছে সকলের। কবে এই বিখ্যাত রুটটি চালু হবে তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শহরবাসী। তবে সকল অপেক্ষার অবসান ঘটিয়েছে কলকাতা মেট্রো।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই এই রুটটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে।  আগামী ডিসেম্বর মাসেই যাতে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের রুট চালু করা যায়, সে জন্য জোরকদমে কাজ চলছে।

অনেকেই হয়তো জানেন না যে  হাওড়া ময়দান, বিবাদী বাগ এবং এসপ্ল্যানেড স্টেশনে বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানো হয়েছে। আর ওই মেট্রো পথকেই সেক্টর ফাইভ এবং শিয়ালদহের মধ্যে চলা রুটের সঙ্গে যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

যদিও রেল কর্তৃপক্ষকে নিরাপত্তার বিষয়টিও জোর দিতে হচ্ছে। প্রথম হল গঙ্গার নীচে মেট্রো এবং বউ বাজারের সমস্যা। সেখানে মেট্রোর কাজ চলাকালীন একাধিক বাড়িতে ফাটল অবধি দেখা দেয়। যার জেরে স্থানীয়দের সমস্যার কথা মাথায় রেখে মাঝে মধ্যে কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

যাইহোক, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ, এসপ্ল্যানেড অবধি মেট্রোর চাকা কবে গড়াবে সেই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শহরবাসী।