দুর্গাপুজো ও দীপাবলীর আগে বড় রকমের চমক দিয়েছে কেন্দ্রীয় সরকার। পুজোর আগে কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মীদের (Employee) ডিএ (Dearness Allowance) এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে। এদিকে উৎসবের আমি যে মাঝে সকলের মধ্যে খুশির হাওয়া বয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের (West Bengal) সরকারি কর্মীদের দুর্দশা যেন কাটতেই চাইছে না।
কেন্দ্রীয় হারে ডিএ তো দূরের কথা বকেয়া ডিএ অবধি পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মাসের পর মাস ধরে তারা বিয়ের দাবিতে রাস্তায় বিক্ষোভ দেখিয়ে চলেছেন। এদিকে যত সময় এগোচ্ছে পশ্চিমবঙ্গের থেকে কেন্দ্রীয় সরকারের ডি এর ফারাক ততোই জানো বেড়ে চলেছে। আগামী নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বিয়ের বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে একটি শুনানি রয়েছে। আশা করা হচ্ছে সুপ্রিম কোর্ট (Supreme Court Of India) রাজ্য সরকারের কর্মীদের হিতে কোনো রায় দিতে পারে।
যদিও এই রায়ের জন্য আগামী নভেম্বর অবধি অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের। যদিও সেসবের মাঝে এল একটি বড় রকমের সুখবর, যে কারণে খুশিতে একপ্রকার লাফাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। জানা গিয়েছে পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে আগামী ৩ নভেম্বর শুনানি রয়েছে। সেদিকেই তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা থেকে শুরু করে পেনশনভোগীরা।
আগামী ৩ নভেম্বর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের হয়ে সুর চরাবেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যদিও সাম্প্রতিক সময় তাকে নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কারণ শোনা গিয়েছিল তিনি নাকি অসুস্থ, ফলে অনেকেই মনে করছিলেন পিছিয়ে যেতে পারে শুনানি । কিন্তু এরই মাঝে এল দীর্ঘ প্রতীক্ষিত সুখবর। জানা যাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখন অনেকটাই সুস্থ। যার ফলে আগামী তিন নভেম্বর সুপ্রিম কোর্টের মহার্ঘ ভাতা মামলা শুনানিতে তিনি উপস্থিত থাকবেন তবে সরাসরি যদি উপস্থিত থাকতে নাও পারেন তাহলেও তিনি ভার্চুয়ালি কোর্টে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে সংগঠনের তরফে।