SBI-HDFC-ICICI ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর! জরিমানা থেকে বাঁচতে আজই করুন এই কাজ

ব্যাংকের (Bank) নিয়মে এবার বিরাট পরিবর্তন এসেছে। দেশের বড় বড় ব্যাংক তাদের নিয়মে এমন কিছুই পরিবর্তন এনেছে যা প্রভাব ফেলবে আপনার ওপরেও। আপনিও যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), এইচডিএফসি (HDFC) বা আইসিআইসিআই (ICICI) ব্যাংকের গ্রাহক হন তাহলে খুঁটিয়ে পড়ুন এই খবরটি।

ব্যাংকে অ্যাকাউন্ট খুললে আপনি বড় সুবিধা পেয়ে যান। কিন্তু ব্যংকে অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু নিয়মের কথা মাথায় রাখতে হয়। আমরা সবাই জানি যে, ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে সেটিকে সক্রিয় রাখতে চাইলে ন্যূনতম কিছু টাকা রাখতে হয়। অথবা ব্যাংক আপনার থেকে মোটা অংকের চার্জ আদায় করে।

প্রতিটি ব্যাংকের ক্ষেত্রে আবার Minimum Available Balance এর নিয়ম আলাদা আলাদা। আমরা আজ আপনাদের জানাবো দেশের তিন বৃহৎ ব্যাংক ICICI, SBI আর HDFC ব্যাংকের Minimum Available Balance সম্পর্কে জানাবো। চলুন দেখে নিই কোন ব্যাংকের কি নিয়ম রয়েছে।

SBI-তে কতটা ব্যালেন্স বজায় রাখতে হয়: SBI এর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স কত রাখতে হবে, তা নির্ভর করে আপনি কোথায় থাকেন তার উপর। শহর অনুযায়ী এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ভিন্ন হয়, আর গ্রামীণ এলাকার জন্য, ১০০০ টাকা রাখলেই হয়। আপনি যদি আর্বান এলাকাতে থাকেন তাহলে ২০০০ টাকা রাখতে হবে, আর মেট্রো শহরে এই পরিমাণ ৩,০০০ টাকা।

HDFC-এর কী নিয়ম : HDFC এর ক্ষেত্রেও স্থান বিশেষে বিভিন্ন হয়। মেট্রো শহরে ১০,০০০ টাকা রাখতে হয়, আর্বান এলাকাতে ৫,০০০ টাকা আর গ্রামীণ এলাকার ক্ষেত্রে সেই পরিমান ২,৫০০ টাকা।

ICICI ব্যাংকের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে : এক্ষেত্রে ICICI ব্যাংকের সাথে HDFC এর কোনো ফারাক নেই। ICICI ব্যাংকের ক্ষেত্রেও মেট্রো শহরে ১০,০০০ টাকা রাখতে হয়, আর্বান এলাকাতে ৫,০০০ টাকা আর গ্রামীণ এলাকার ২,৫০০ টাকা রাখতে হয়।

icici bank for insurance story 770x433

মাথায় রাখবেন এক্ষেত্রে সমস্ত অ্যাকাউন্টেই কিন্তু Minimum Available Balance রাখার নিয়ম নেই। প্রধানমন্ত্রী জন ধন যোজনার অধীনে যে অ্যাকাউন্ট খুলেছেন বা পেনশনভোগীদের সেভিংস অ্যাকাউন্ট, বেতন অ্যাকাউন্ট এবং নাবালকদের সঞ্চয় অ্যাকাউন্টে এই নিয়ম প্রযোজ্য নয়।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button