পেট্রোল-ডিজেল নিয়ে এল বড় সুখবর! দীর্ঘদিন পর কমতে চলেছে দাম

এবার আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম এর হঠাৎ পতন হওয়ায় ভারতীয় তেল কোম্পানি গুলোকে কিছুটা স্বস্তি দিয়েছে। একই সাথে আন্তর্জাতিক ক্ষেত্রে LPG-এর দাম গ্রাহক ও কোম্পানি উভয়পক্ষকেই কিছুটা রেহাই দিয়েছে। কিন্তু ডিজেল বিক্রি নিয়ে কিছুটা লোকসানে রয়েছে বিভিন্ন কোম্পানি। দেশের দ্বিতীয় বৃহত্তম পেট্রোলিয়াম কোম্পানি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (BPCL) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার সিং নিজেই জানিয়েছেন এই তথ্য।

অরুণ কুমার সিং বলেন যে, গত চার-পাঁচ মাসে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত ওঠানামার করলেও পেট্রোল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি পেট্রোলিয়াম সংস্থাগুলি। এমনকি প্রতিদিন ব্যারেল প্রতি পাঁচ থেকে সাত ডলার পর্যন্ত দাম ওঠানামা করলেও সেই অস্থিতিশীল পরিস্থিতিতে ভোক্তাদের ওপর বোঝা চাপাতে পারেনি সংস্থাগুলো। ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছিল তাদের।

BPCL ছাড়াও দেশের অন্যান্য পাবলিক সেক্টর পেট্রোলিয়াম কোম্পানি যেমন ইন্ডিয়ান অয়েল এবং HPCL প্রায় পাঁচ মাস ধরে পেট্রোল এবং ডিজেলের খুচরা মূল্যে কোনো পরিবর্তন করেনি। সেই সম্পর্কে BPCL প্রধান বলেন যে, ‘এমন পরিস্থিতিতে আমরা নিজেরাই কিছু ক্ষতি বহন করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমরা ধরেই নিয়েছিলাম যে ভবিষ্যতে এই ক্ষতি পূরণ করে নেব’।

তেলের দাম না বাড়ানোয় কত ক্ষতি হয়েছে : মানুষকে রেহাই দিয়ে সমস্ত জ্বালানি তেলের দাম বাড়ানোর আঁচ সয়ে নিয়েছে মোদী সরকার। বিভিন্ন তেল কোম্পানি গুলো প্রতি লিটার ডিজেল ২০ থেকে ২৫ টাকা ক্ষতির সম্মুখীন হয়, আর পেট্রোলের ক্ষেত্রে সেই ক্ষতির পরিমাণ ছিল লিটার প্রতি ১৪ থেকে ১৮ টাকা। আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম টানা বেড়ে চলেছে কিন্তু তার প্রভাব পড়েনি দেশের খুচরো বিক্রির ওপর।

তবে এবার দাম কমায় সেই ক্ষতির পরিমাণ অনেকটাই কমতে চলেছে। অরুণ কুমার সিং বলেন যে, এবার আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় আগামী মাস থেকে আর কোনো ক্ষতির সম্ভাবনা থাকছে না। এছাড়া বর্তমান পরিস্থিতিতে পেট্রোলের ওপর আর ক্ষতি না হলেও, ডিজেল এর ক্ষেত্রে লোকসান এখনো চলবে।

oil petrol

তবে এদিন সংবাদ সম্মেলনে BPCL এর অধিকর্তা এও বলেন যে, দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি চালিয়ে যাওয়া সম্ভব হতো না। আবার কিছুদিন টানা ক্ষতি হতে থাকলে সরকারকে ভর্তুকি দিতে হতো বিভিন্ন তেল কোম্পানিকে। তবে এই সময়ের মধ্যে দেশের পাবলিক পেট্রোলিয়াম ডিস্ট্রিবিউটর কোম্পানিগুলোর কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি তিনি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button