এপ্রিলেই আসছে পরিবর্তন, PNB-তে লেনদেনদের নতুন নিয়ম না জানলে পড়বেন বিপদে

গ্রাহকদের অর্থকে সুরক্ষিত রাখার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) তরফে নেওয়া হয়েছে কিছু বিশেষ পদক্ষেপ। সম্প্রতি নিজেদের সিস্টেমেও বেশ বড় পরিবর্তন এনেছে তারা। আর তার প্রভাব পড়বে গ্রাহকদের ওপর। চলুন দেখা যাক গ্রাহকদের ওপর কী প্রভাব পড়বে নয়া ব্যবস্থায়।

প্রথমত প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক অত্যাবশ্যক। অনেকেই এখনো এই দুই কার্ডের মধ্যে সংযোগ করেননি, তাদের লেনদেন বন্ধ করে দিতে পারে ব্যাংক। অনেককে বেশ ভুগতে হচ্ছে যোগ না থাকার জন্য। সাথে আধার এবং প্যান যোগের জন্য দিতে হচ্ছে মোটা অংকের জরিমানা। এছাড়া এক বড় নিয়ম পরিবর্তন করেছে PNB, যা আগামী ৫ তারিখ থেকে লাগু হবে।

PNB গ্রাহকদের লেনদেন প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন এসেছে। আগামী এপ্রিল মাসের ৫ তারিখ থেকে PPS পদ্ধতিতে লেনদেন শুরু করা হবে। এখন থেকে ১০ লক্ষ টাকা বা তার বেশী অংকের চেক জমা করলে PPS পদ্ধতিতে বিশেষভাবে যাচাই করার পরই ক্লিয়ার করা হবে। জানিয়ে রাখি যে, PPS প্রক্রিয়াটি National Payment Corporation of India বা (NPCI) দ্বারা পরিচালিত হবে।

pnb

১০ লক্ষ টাকার বেশী অংকের চেক জমা করার পর চেক ক্লিয়ার করার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, চেকের নম্বর, চেকে প্রদেয় টাকার পরিমাণ বিস্তারিত বিবরণ PPS পদ্ধতির মাধ্যমে যাচাই করার পর টাকা দেওয়া হবে। পুরো সিস্টেমকে আরো সুরক্ষিত করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে PNB।

বেশি বড় অংকের চেক থেকে টাকা তুলতে গ্রাহককে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিজস্ব শাখায় জমা দিতে হবে। যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানেই টাকা তুলতে পারবেন। PNB এর নয়া সিস্টেম অনুযায়ী স্থানীয় শাখা, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এবং এসএমএস ব্যাংকিং-র মাধ্যমে লেনদেন করা যেতে পারে। কিন্তু সমস্ত ক্ষেত্রেই শাখায় গিয়ে রিপোর্ট করা অত্যাবশ্যক।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button