চরম ভুগতে হবে টিম ইন্ডিয়াকে! এই বিধ্বংসী প্লেয়ারকে না বেছে ঐতিহাসিক ভুল করল BCCI

আমরা সকলেই জানি যে, গত মঙ্গলবার বিশ্বকাপের জন্য ভারতীয় দল (India national cricket team) ঘোষণা করেছে বিসিসিআই (Board of Control for Cricket in India)। এই স্কোয়াডে মোট ১৫ জন প্লেয়ার জায়গা পেয়েছেন। তবে, অনেক প্রতিভাবান প্লেয়ার রয়েছেন, যারা এই তালিকায় সুযোগ পাননি। আবার অনেক এমন এমন ক্রিকেটারও আছেন, যাদের গলি ক্রিকেট খেলার যোগ্যতা রয়েছে, কিন্তু এবার তাদের ভারতের মাটিতে ভারতের জার্সি গায়ে বিশ্বকাপে খেলতে দেখা যাবে।

যেমন শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেলদের নির্বাচন নিয়ে BCCI, জয় শাহ, অজিত আগরকরদের উপর প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। এদিকে অশ্বিন, ধাওয়ান, ভুবনেশ্বর, চাহলের মতো অভিজ্ঞ প্রতিভাবান প্লেয়াররা এবার ঘরে মাঠে বিশ্বকাপে খেলার সুযোগ পাননি। কিন্তু আজকের এই প্রতিবেদন এদের নিয়ে না, আজকের প্রতিবেদন টিম ইন্ডিয়ার আরও এক উঠতি তারকাকে নিয়ে, যিনি নিজের খেলার মাধ্যমে সবার মন জয় করে নিয়েছেন।

সেই প্রতিভাবান ক্রিকেটার আর কেউ নন, তিনি হলেন ভারতে বামহাতি ফাস্ট বোলার আর্শদীপ সিং (Arshdeep Singh)। আর্শদীপকে নিজের অসমান্য দক্ষতা দিয়ে ইতিমধ্যে হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছেন। তাঁর আগুনে বোলিং ও সুইং দেখে ব্যাটসম্যানরা ভয়ও পান। কিন্তু BCCI এবারের বিশ্বকাপে তাঁকে সুযোগ দেওয়ার যোগ্য মনে করেনি।

arshdeep singh

বলে দিই, আর্শদীপ সিং যদি ভারতীয় দলের সুযোগ পেতেন। তাহলে তিনি এবারের স্কোয়াডে একমাত্র বামহাতি বোলার হতেন। এর জন্য টিম ইন্ডিয়া অনেক সুবিধাও পেত। কিন্তু তাঁকে দলের বাইরেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। একদিকে তাঁকে দলে না নেওয়ায় যেমন ভারতীয় ক্রিকেট প্রেমীরা হতাশ, তেমনি আর্শদীপও হতাশ।

বলে দিই, ইতিমধ্যে বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে যুজবেন্দ্র চাহল ব্রিটেনের দলের হয়ে কাউন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়ে তিনি একটি চুক্তিও সেরে ফেলেছেন। এর আগে আর্শদীপ সিংও কাউন্টি ম্যাচ খেলে এসেছেন, এবং সেখানে তিনি ১৩টি উইকেটও নিয়েছিলেন।