LPG-র দাম কমানোর পর পুজোর আগে গ্যাস সিলিন্ডার নিয়ে ফের বড় ঘোষণা কেন্দ্রের! খুশির হাওয়া দেশে

যত সময় এগোচ্ছে রান্নার গ্যাস (Gas Cylinder) নিয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কীভাবে সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়া যায় তা নিয়ে নিরন্তর কাজ চালিয়েই যাচ্ছে সরকার। সম্প্রতি রাখিবন্ধন ও ওনামের আগে দেশবাসীকে বড় উপহার দিয়েছে মোদী সরকার। সরকার এলপিজি (Liquefied petroleum gas) সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) সুবিধাভোগীরা ২০০ টাকার অতিরিক্ত সুবিধা পাবেন। তারা ইতিমধ্যে ভর্তুকি হিসাবে ২০০ টাকা পাচ্ছেন। যাইহোক, বর্তমানে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ (পিএম উজ্জ্বলা যোজনা) অনুমোদন করেছে। এর আওতায় আগামী তিন অর্থবছরে ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫-২৬ সালের মধ্যে এসব সংযোগ দেওয়া হবে। তিন বছরে মহিলাদের ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ দেওয়ার জন্য সরকারি পেট্রোলিয়াম সংস্থাগুলিকে ১৬৫০ কোটি টাকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৯ কোটি ৬০ লক্ষ সংযোগ দেওয়া হয়েছে। এর আওতায় বিনামূল্যে এলপিজি সংযোগের পাশাপাশি প্রথম সিলিন্ডারের রিফিলিংও বিনামূল্যে হবে।  আপনিও যদি এই বিনামূল্যে পরিষেবাটি পেতে চান তাহলে কি করতে হবে জানেন?

কিভাবে আবেদন করবেন

১) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নিতে আপনাকে pmujjwalayojana.com অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এখানে আপনি আপনার সামনে একটি ডাউনলোড ফর্মের অপশন দেখতে পাবেন।
৩) এই ফরমটি ডাউনলোড করার পর প্রয়োজনীয় সকল তথ্যের বিবরণ ফরমে দিতে হবে।
৪) এই ফর্মটি এলপিজি কেন্দ্রে জমা দিতে হবে।
৫) সেই সঙ্গে এ সংক্রান্ত কাগজপত্রও সেখানে জমা দিতে হবে।
৬) এর পরে, নথিগুলি যাচাই করার পরে, আপনি একটি এলপিজি সংযোগ পাবেন।

lpg gas

কারা পাবেন না এই গ্যাস সংযোগ জানেন? এই প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছে, যাদের ১৮ বছর বয়স হয়নি, সেইসঙ্গে একই পরিবারে যদিও অন্য কোনও এলপিজি সংযোগ থাকে তাহলে সেই পরিবার এই কানেকশন পাবে না। আপনিও যদি এই উজ্জ্বলা যোজনা পেতে চান তাহলে আপনাকে বিপিএল পরিবার ভুক্ত হতে হবে। অর্থাৎ আপনার কাছে বিপিএল কার্ড এবং রেশন কার্ড থাকতে হবে। সেইসঙ্গে আপনার কাছে আধার কার্ড,  পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের পাসবইয়ের ফটোকপি, বয়সের সার্টিফিকেট, মোবাইল নম্বর থাকা জরুরি।