মিলবে আরও সুবিধা! এবার এই দুই রেশন কার্ড ধারকদের জন্য বড় ঘোষণা রাজ্যের

বঙ্গভূমিতে সামনেই আসতে চলেছে উৎসবের মরশুম। দুর্গাপুজো থেকে কালীপুজো, দীপাবলি এবং সবশেষে ছটপূজা। একের পর এক উৎসবে মানুষের জীবন আনন্দে ভরে উঠতে চলেছে। আর তারই মধ্যে সাধারণ মানুষের জন্য সুখবর দিয়েছে সরকার। রেশন কার্ড (Ration Card) ব্যবহারকারীরা এবার বিভিন্ন পণ্য পেয়ে যাবেন আরো সস্তায়।

পুজোর মরশুমের আগে রাজ্যবাসীর জন্য ভালো খবর। এবার ময়দা, চিনি ও তেল এও মিলবে বিশেষ ভর্তুকি। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একদম ৩০ শে সেপ্টেম্বর অবধি মিলবে এই সুবিধা। একগুচ্ছ অফার শুনিয়েছে সরকার। তাই চলুন দেখে নিই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কত কী দাম হচ্ছে?

ময়দা : ভর্তুকি সহ ১ কেজি ময়দা পাওয়া যাবে ২৯ টাকা প্রতি কিলো দামে।

চিনি : ১ কেজি ভর্তুকি যুক্ত চিনির জন্য আপনাকে দিতে হবে ৩২ টাকা।

সর্ষের তেল : ১ লিটার কাচ্চিঘানি সরষের তেল ভর্তুকি সহ পড়বে ১৬৬ টাকা আর ওদিকে ৫০০ মিলিলিটার তেলের ক্ষেত্রে ৮৯ টাকা দিয়ে হবে আপনাকে।

পাম ওয়েল : ১ লিটার পাম তেল এর দাম হবে ১৩৮ টাকা, ৫০০ মিলিলিটার পাউচের জন্য ৭০ টাকা দিলেই হবে।

কারা পাবেন এই সুবিধা : সবাইকে এই সুবিধা দিচ্ছেনা সরকার। একমাত্র অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন কার্ড ব্যবহারকারীরাই এই কার্ডের সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

অন্যান্য কার্ডের জন্য কী অফার রয়েছে : অন্যান্য কার্ডগুলির জন্য অতিরিক্ত কোনো সুবিধা না মিললেও অগ্রাধিকার প্রাপ্ত (PHH), রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ ও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ এর গ্রাহকেরা এতদিন যে মূল্যে রেশন পেয়ে এসেছেন সেই দামেই রেশন নিতে পারবেন।

ration duyare

বিস্তারিত জানার জন্য আপনি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের অফিসিয়াল ওয়েবসাইট- www.food.gov.in ভিজিট করতে পারেন। অথবা টোল ফ্রি নম্বর- ১৯৬৭/ ১৮০০৩৪৫৫৫০৫ (সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পরিষেবা পাবেন) ফোন করে তথ্য পেয়ে যাবেন। তাছাড়া সরকার এখন হোয়াটসঅ্যাপ এও উপলব্ধ। ৯৯০৩০৫৫৫০৫ নাম্বারে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করলেও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button