আবারও এক ধামাকাদার রিচার্জ প্ল্যান এনে সকলকে চমকে দিল ভারতী এয়ারটেল (Bharti Airtel)। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel তার গ্রাহকদের চাহিদার প্রতি বিশেষ নজর রাখে।
গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন রিচার্জ প্ল্যানও চালু করেছে প্রতিষ্ঠানটি। এয়ারটেল সর্বদা খেয়াল রাখে যে যাতে ব্যবহারকারীরা বেশি অর্থ ব্যয় না করে সর্বাধিক সুবিধা পান সেদিকে। এই কথা মাথায় রেখেই নতুন ডেটা প্যাক চালু করেছে Airtel। এই নতুন ডেটা প্যাকে গ্রাহকদের দারুণ অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। যা শুনে আপনিও লাফাবেন।
Airtel ৯৯ টাকার একটি নতুন ডেটা প্যাক চালু করেছে। এই প্যাকে ব্যবহারকারীরা কোনো ধরনের কলিং বা এসএমএস সুবিধা পাবেন না। আপনিও যদি অতিরিক্ত ডেটা ব্যবহার করতে চান তাহলে এই ডেটা প্যাকটি আপনার কাজে লাগতে পারে।
এয়ারটেল মাত্র ৯৯ টাকায় গ্রাহকদের অসাধারণ সুবিধা দিচ্ছে। এতে মোট ৩০ জিবি ডেটা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বাজার বিশেষজ্ঞদের মতে, এয়ারটেলের এই প্ল্যান টেলিকম শিল্পে ঝড় তুলতে পারে। এক দিনের ভ্যালিডিটি নিয়ে এই প্ল্যান লঞ্চ করেছে সংস্থাটি। এর মানে হল যে যদি আপনার কোনও নির্দিষ্ট দিনে আরও বেশি ডেটার প্রয়োজন হয় এবং আপনার দৈনিক ডেটা সীমাও শেষ হয়ে যায়, তবে এটি আপনি ব্যবহার করতে পারেন।
যদিও কলিং এবং ডেটার জন্য এয়ারটেলের অনেক রিচার্জ প্ল্যান রয়েছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রিচার্জ প্ল্যান নিতে পারেন। ৯৯ টাকার প্ল্যানের মতো, সংস্থার ৯৮ টাকার রিচার্জ প্ল্যানও রয়েছে। এই প্ল্যানে, সংস্থাটি গ্রাহকদের এয়ারটেল উইঙ্ক মিউজিকের বিনামূল্যে সাবস্ক্রিপশনও দিচ্ছে।
আপনার যদি এটাও বেশি বাজেটের রিচার্জ প্ল্যান মনে হয়ে থাকে তাহলে কোম্পানির কাছে আপনার জন্য ১৯ টাকা দামেরও একটি প্ল্যান রয়েছে। এই ১৯ টাকায় এক দিনের মেয়াদসহ ১ জিবি ডেটা পাওয়া যাবে।