পাত্তা পাবেনা Jio, Vodafone! দীপাবলি ধামাকা Airtel-র, ১৫০ টাকারও কমে মিলবে ১৫টি OTT

উৎসবে মৌসুমে সকলের জন্য ধামাকাদার অফার আনল ভারতী এয়ারটেল (Bharti Airtel)। আপনিও যদি নতুন সিম (Sim Card) নেওয়ার কথা ভেবে থাকেন বা আপনি যদি ইতিমধ্যে এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একটি দারুণ সুযোগ। এয়ারটেল একটি দারুণ রিচার্জ প্ল্যান এনেছে যেটি শুনলে আপনিও খুশিতে একপ্রকার লাফিয়ে উঠবেন।

   

সামনেই আছে দীপাবলি, ধনতেরাস। এদিকে এখন বিশ্বকাপ চলছে। এখানে অবশ্যই মানুষের চাহিদার কথা ভেবে টেলিকম সংস্থাগুলি একের পর এক অফার নিয়ে আসে। দেশের বড় বড় টেলিকম সংস্থা যেমন রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল, এয়ারটেল নিজেদের গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে একের পর এক রিচার্জ প্ল্যান নিয়ে আসে। এবারও তার ব্যতিক্রম থাকল না এবার টেক্কা দিতে বড় রকম পদক্ষেপ নিল ভারতীয় এয়ারটেল।

এয়ারটেল নিজের গ্রাহকদের চাহিদার কথা ভেবে বিভিন্ন রকমের রিচার্জ প্ল্যান এনে চমকে দেয়। আপনি জানলে হয়তো অবাক হবেন এয়ারটেল এর কাছে বর্তমানে দুটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলির মূল্য ১৫০ টাকারও কম। সেই সঙ্গে একাধিক প্ল্যাটফর্মও রয়েছে।

vi jio airtel

প্রথমেই আসা যাক এয়ারটেলের ১৪৯ টাকার রিচার্জ প্ল্যানের কথায়। এই রিচার্জ প্ল্যানের ভ্যালেডিটি আপনার সক্রিয় প্ল্যানের মতোই থাকবে। এই প্ল্যানে আপনি 1GB ডেটা পেয়ে যাবেন। শুধু তাই নয়, Xtream Premium-এর সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। সেইসঙ্গে ১৫টি OTT চ্যানেলও পেয়ে যাবেন। এবার আসা যাক এয়ারটেলের ১৪৮ টাকার প্ল্যানে। এই প্ল্যানের সময়সীমা ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং, ১০০টি SMS-এর সুবিধা ও 15GB ডেটা পেয়ে যাবেন।