খরচ মাত্র ১৫০ টাকা! মাসে মাসে রিচার্জের থেকে মুক্তি দিয়ে বড় প্ল্যান ঘোষণা Airtel-র

গ্রাহকদের কথা মাথায় রেখে Bharti Airtel নিয়ে এসেছে এক দারুণ অফার। দীর্ঘ সময়ের জন্য রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে তারা। নতুন প্ল্যানটি আপনাকে প্রতিমাসে রিচার্জ করার সমস্যা থেকে বাঁচাতে পারে। এক্ষেত্রে সারাবছরের রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে এয়ারটেল।
এর আগেও অবশ্য সারাবছরের রিচার্জ প্ল্যানের কথা জানায় সংস্থাটি। কিন্তু এবার মাত্র ১৫০ টাকার বিনিময়ে মিলবে ডেটা, এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা। চলুন তাহলে আপনাদের জানাই এয়ারটেলের নতুন ধামাকাদার রিচার্জ সম্পর্কে।
Airtel তাদের নতুন প্ল্যান নিয়ে এসেছে যা ৩৬৫ দিন অর্থাৎ ১২ মাস ভ্যালিডিটির সাথে আসে। মাসের একদম শুরুতেই ২ জিবি করে ডেটা পাবেন। এরকম ভাবে সারাবছরে মোট ২৪ জিবি ডেটা মিলবে। ডেটা শেষ হয়ে গেলেও ৬৪Kbps গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি।
একইসাথে এই প্ল্যানে আনলিমিটেড কল এবং সারা বছরের মোট ৩৬০০টি এসএমএস পাঠাতে পারবেন। এছাড়াও প্ল্যানটিতে মেলে Xstream অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালো টিউন, আনলিমিটেড ডাউনলোড সহ উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন।
এই প্ল্যান কেনার জমি মোট ১৭৯৯ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। অর্থাৎ প্রতিমাসে মাত্র ১৫০ টাকা হচ্ছে সেই হিসেবে। একবার মোটা অংকের রিচার্জ করলেই কিন্তু সারাবছরের জন্য মুক্তি মিলবে গ্রাহকদের। তাই আপনারও যদি বেশি ভ্যালিডিটির প্রয়োজন হয় রিচার্জ করতে পারেন এই প্ল্যান।