ধারে কাছে ঘেষতে পারবে না Jio, মাথায় হাত Airtel-রও! সবথেকে সস্তায় প্ল্যান লঞ্চ BSNL-র

আপনিও কি সস্তায় রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। দেশের একেবারে বড় বড় টেলিকম সংস্থা যেমন ভোডাফোন আইডিয়া (Vodafone Idea), রিলায়েন্স জিও (Reliance Jio), বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited), ভারতী এয়ারটেল (Bharti Airtel) নিজেদের গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে একের পর এক রিচার্জ প্ল্যান এনে সকলকে চমকে দেয়।

   

airtel vi bsnl jio

তবে অনেক সময় দেখা যায় কিছু কিছু রিচার্জ প্ল্যান সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে হবে। এক্ষেত্রে সস্তার রিচার্জ প্ল্যানের কথা যখনই ওঠে তখনই সকলের বিএসএনএলের কথা মাথায় আসে। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটল না। আজ এই প্রতিবেদনে বিএসএনএল-এর কয়েকটি সস্তার রিচার্জ প্ল্যান সম্পর্কে আপনাদের জানানো হবে, যা শুনলে আপনিও খুশিতে লাফিয়ে উঠবেন।

এই BSNL সর্বদা তার ব্যবহারকারীদের সস্তা রিচার্জ প্ল্যানগুলিতে প্রচুর সুবিধা দেয়। শুধু প্রিপেইড বা পোস্টপেইড নয়, ব্রডব্যান্ড সেবার ক্ষেত্রেও অসাধারণ অফার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। আপনি যদি বেশি ইন্টারনেট ব্যবহার করেন তবে বিএসএনএলের একটি সস্তা ব্রডব্যান্ড প্ল্যান আপনার পক্ষে খুব সহায়ক হতে চলেছে। অনেক সময় আমাদের এত বেশি ইন্টারনেট খরচ হয় যে প্রিপেইড প্ল্যানে পাওয়া দৈনিক ডেটা লিমিট কাজ করে না। এই পরিস্থিতিতে, ব্রডব্যান্ড সংযোগ নেওয়া একটি ভাল বিকল্প। আজ আমরা আপনাকে বিএসএনএল-এর কিছু সাশ্রয়ী প্ল্যানের কথা বলব যেখানে আপনি ১০০০ জিবি পর্যন্ত ইন্টারনেট ডেটা পাবেন।

বিএসএনএলের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের এবং সস্তা ব্রডব্যান্ড প্ল্যানটি ৩২৯ টাকা থেকে শুরু হয়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। বিএসএনএল এই সস্তা প্ল্যানে গ্রাহকদের অনেক অফার দেয়। ৩২৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানের ভ্যালিডিটি ১ মাস। এই প্ল্যানে ব্যবহারকারীরা সম্পূর্ণ মেয়াদে ১০০০ জিবি ডেটা পাবেন। এতে আপনি ২০ এমবিপিএস গতিতে নেট ব্যবহার করতে পারবেন। ১০০০ জিবি ডেটা শেষ হয়ে গেলে আপনি ৪ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

বিএসএনএলের ১০০০ জিবি ডেটা সহ ব্রডব্যান্ড প্ল্যানের মধ্যে আরও একটি প্ল্যান রয়েছে যার মূল্য ৩৯৯ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ১ মাস। এতে ব্যবহারকারীরা পাবেন সম্পূর্ণ ১০০০ জিবি ডেটা। এই প্ল্যানে ব্যবহারকারীরা ৩০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ডেটা লিমিট শেষ হয়ে গেলেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

bsnl featured 1 1720x900

এছাড়া ৭৯৯ টাকারও একটি প্ল্যান রয়েছে। বিএসএনএল-এর এই প্ল্যানে ব্যবহারকারীরা ১ মাসের জন্য ১০ জিবি ডেটা পাবেন। এতে গ্রাহকরা ১০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আপনার যদি ১০০০ জিবি ডেটা শেষ হয়ে যায় তবে এর পরে আপনি ৫ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।