প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে লড়াই করেই চলেছে দেশের কয়েকটি বড় বড় টেলিকম সংস্থা। নিজেদের এবং অন্যান্যদের নজর কাড়তে সবসময়ই কিছু আকর্ষণীয় রিচার্জ অফার নিয়ে আসে ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল (Bharti Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio), বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)।
এবারও তারর ব্যতিক্রম ঘটল না। সরকারি টেলিকম সংস্থা BSNL সর্বদা তার গ্রাহকদের জন্য সস্তা এবং সাশ্রয়ী মূল্যের প্ল্যান চালু করেছে। যারপর থেকে খুশিতে লাফাতে শুরু করেছেন গ্রাহকরা। আপনিও যদি বিএসএনএল-এর গ্রাহক হয়ে থাকেন তবে আপনার জন্য রইল দারুণ সুখবর। বিএসএনএল তার গ্রাহকদের জন্য প্রমোশনাল অফার নিয়ে এসেছে। এই অফারে গ্রাহকদের ৩৯৭ টাকার রিচার্জে ৩০ দিনের অতিরিক্ত মেয়াদ দেওয়া হচ্ছে।
বিএসএনএল-এর রিচার্জ প্ল্যানগুলির একটি দীর্ঘ তালিকা রয়েছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিএসএনএল এর একটি প্যাক নিতে পারেন। আপনি যদি দীর্ঘ মেয়াদের কোনও প্ল্যান চান যাতে সিম বন্ধ হওয়ার কোনও টেনশন নেই, তবে আপনি ৩৯৭ টাকা দিয়ে রিচার্জ করতে পারেন।
সাধারণ প্ল্যানে ব্যবহারকারীদের ১৫০ দিনের ভ্যালিডিটি দেওয়া হলেও এখন প্রফেশনাল অফারে ব্যবহারকারীদের ৩০ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে বিএসএনএল। অর্থাৎ আপনি পাবেন মোট ১৮০ দিনের ভ্যালিডিটি।
এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধাও রয়েছে। এই প্ল্যানে আপনি লোকাল এবং এসটিডি কল করতে পারবেন। এই প্ল্যানে ব্যবহারকারীদের মোট 2GB ডেটাও দেওয়া হয়। ডেটা লিমিট শেষ হওয়ার পর আপনি ৪০ কেবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
আপনি যদি এই প্ল্যানটি কিনে থাকেন তবে মনে রাখবেন যে আপনি এতে ১৮০ দিনের বৈধতা পাবেন, তবে অন্যান্য সমস্ত সুবিধা মাত্র ৩০ দিনের জন্য হবে। পাশাপাশি অতিরিক্ত মেয়াদ পেতে হলে প্রমোশনাল অফারে ১৩ সেপ্টেম্বরের আগে রিচার্জ করতে হবে।
আপনি যদি বিএসএনএল গ্রাহক হন এবং আপনার আরও ডেটার প্রয়োজন হয় তবে আপনি কোম্পানির ৩৪৯ টাকার প্ল্যানটি নিতে পারেন। এতে পাবেন ৩০ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটাও দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধাও পাবেন।